শিরোনাম
◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ প্রাথমিক স্কুলে অ্যাসেম্বলি বন্ধ রাখার নির্দেশ ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ পাগলা মসজিদের দানবাক্সে এবার ২৭ বস্তা টাকা, গণনা চলছে ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

প্রকাশিত : ১৯ অক্টোবর, ২০১৮, ০৫:২৮ সকাল
আপডেট : ১৯ অক্টোবর, ২০১৮, ০৫:২৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ছেলের কৌতুকের পাত্র হওয়ার শঙ্কা আজহারের মুখে

স্পোর্টস ডেস্ক: ছেলের সামনে অমন শিশুসুলভ ভুলের খেসারত গুণে রান আউট হতে চাইবে না কোনো বাবাই। আজহার আলীর ভাগ্য ভালো। কাল তিনি আউট হওয়ার পর স্টেডিয়ামে এসেছিলেন ইবতিশাম। হাস্যকর সেই রান আউটের সময় ইবতিশাম গ্যালারিতে থাকলে নিশ্চিতভাবেই আজহারের দু:খটা আরও বাড়ত।
তা না ঘটায় আজহারের দুঃখ যে কমেছে তা নয়। ইবতিশাম তার ১০ বছর বয়সী ছেলে। আজহার জানেন, ওই আউটের জন্য দীর্ঘদিন ছেলের সরস কৌতুকের শিকার হতে হবে। ক্রিকেট নিয়ে ছেলেকে কিছু বলতে গেলেই হয়তো সে ওই দুঃস্বপ্ন টেনে আনবে! কাল আবুধাবি টেস্টে তৃতীয় দিনের খেলা শেষে নিজের এই শঙ্কার কথাই জানালেন পাকিস্তানের এই ব্যাটসম্যান, ‘আমার ছেলে এ নিয়ে অনেক দিন রসিকতা করবে। তাকে ক্রিকেট নিয়ে কিছু বলতে গেলে নিশ্চিতভাবেই প্রসঙ্গটা টেনে আনবে।’
আবুধাবি টেস্টে কাল তৃতীয় দিনে হাস্যকর সেই রান আউটের জন্ম দিয়েছেন আজহার ও আসাদ শফিক। দিনের খেলার তখন নবম ওভার চলছিল। ব্যক্তিগত ৬৪ রান নিয়ে স্ট্রাইকে আজহার। উইকেটেও বেশ সেট হয়ে গেছেন। পিটার সিডলের তৃতীয় ডেলিভারি ড্রাইভ করতে গিয়ে পাঠালেন গালি অঞ্চলে। বাউন্ডারি সীমানার দিকে বলটি যেতে দেখে দুই ব্যাটসম্যানই নিশ্চিত ছিলেন ৪ রান আসবেই। আর তাই উইকেটের মাঝে দাঁড়িয়ে নন স্ট্রাইকের ব্যাটসম্যান আসাদ শফিকের সঙ্গে খোশগল্প (!) করছিলেন আজহার।

দুই ব্যাটসম্যানের কেউ-ই খেয়াল করেননি বলটা বাউন্ডারি সীমানার একেবারে কাছে গিয়ে থেমে গেছে। মিচেল স্টার্ক দৌড়ে গিয়ে বলটা কুড়িয়ে ফেরতও পাঠিয়েছেন উইকেটরক্ষক টিম পেইনের কাছে। অস্ট্রেলিয়ার অধিনায়ক সম্ভাব্য সুযোগটা আন্দাজ করতে পেরেছিলেন। আর তাই দৌড়ে চলে এসেছিলেন স্টাম্পের কাছে। বলটা গ্লাভসে জমা পড়া মাত্রই তিনি স্টাম্প ভেঙেছেন। আশ্চর্যের ব্যাপার হলো, আজহার ও শফিক এই দৃশ্য দেখার পরও তাঁদের মধ্যে ক্রিজে ফেরার কোনো তাগাদা ছিল না।
কেন তাগাদা ছিল না? কী এমন কথা বলছিলেন দুজন? হাস্যরস আর তির্যক মন্তব্যের সঙ্গে এসব প্রশ্নও উঠেছে। আজহার তার জবাব দিলেন, ‘আমরা বলের লেট সুইং নিয়ে কথা বলছিলাম। কেউ-ই ভাবতে পারিনি এমন কিছু ঘটতে পারে। স্টার্ক বলটা থ্রো করার সময়েও মাথায় ছিল না কিছু একটা ঘটতে যাচ্ছে। কিন্তু বলটা উইকেটরক্ষকের গ্লাভসে জমা পড়ার পর বুঝতে পারি মজার কিছু ঘটতে যাচ্ছে।’

আজহার মেনে নিচ্ছেন, ‘অমন রান আউট নিয়ে কোনো অজুহাত চলে না। আমরা দুজনেই বলের ওপর চোখ রাখিনি। স্বাভাবিকভাবেই এভাবেই আউট হওয়ায় খুশি হওয়ার কোনো কারণ নেই। তবে দিনটা ভালোভাবে শেষ হওয়ায় এ নিয়ে সতীর্থদের সঙ্গে মজাও হয়েছে।’ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্ন উঠেছিল, নিশ্চিত বাউন্ডারি ভেবে দুই ব্যাটসম্যানের উইকেটের মাঝে দাঁড়িয়ে থাকার সুযোগ নিয়ে রান আউট করাটা খেলার স্পিরিটের সঙ্গে যায় কিনা? আজহার এই প্রশ্নেরও জবাব দিয়েছেন প্রতিপক্ষের পাশে দাঁড়িয়ে, ‘মনে হয় না এটা ক্রীড়াসুলভ মানসিকতার বাজে উদাহরণ। সব দায়-দায়িত্ব আমার। নিজের ভুল ছিল। অস্ট্রেলিয়া ঠিক কাজটাই করেছে।’ ক্রিকবাজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়