শিরোনাম
◈ বাংলাদেশের রাজনীতির অবনতি দুঃখজনক: পিটার হাস ◈ সয়াবিন তেলের দাম লিটারে বাড়লো ১০ টাকা  ◈ নির্বাচনি ইশতেহারের আলোকে প্রণীত কর্মপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের আহবান শিল্পমন্ত্রীর  ◈ প্রচণ্ড গরম থেকেই ঘটতে পারে মানবদেহের নানা রকম স্বাস্থ্য ঝুঁকি ◈ অবশেষে রাজধানীতে স্বস্তির বৃষ্টি  ◈ ইসরায়েল পাল্টা হামলা করলে কয়েক সেকেন্ডের মধ্যে জবাব দেবে ইরান: উপপররাষ্ট্রমন্ত্রী ◈ মিয়ানমারের আরও ১৫ সেনা সদস্য বিজিবির আশ্রয়ে ◈ সয়াবিনের দাম বাড়ানোর সুযোগ নেই: বাণিজ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত বিএনপির ◈ কেউ যেন নিরাপত্তাহীনতায় না থাকি, আইনের শাসনে জীবনযাপন করি: ড. ইউনূস

প্রকাশিত : ১৯ অক্টোবর, ২০১৮, ০৫:২২ সকাল
আপডেট : ১৯ অক্টোবর, ২০১৮, ০৫:২২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাপাহারে কূপের পানিতে জ্বালানি তেলের সন্ধান

গোলাপ খন্দকার সাপাহার(নওগাঁ): নওগাঁর সাপাহারে সদর হতে ১কিলোমিটার দূরে গোডাউন পাড়া নামক গ্রামে একটি কূয়ায় প্রায় ২০ দিন যাবত কেরোসিন তেলের গন্ধ ও তৈলাক্ত পানি ওঠা দেখে এলাকাবাসী ধারণা করছে জ্বালানি তেল কেরোসিন খনি'র সন্ধান মিলতে পারে ওই কূয়াটিতে।

জানা যায়, সাপাহার উপজেলার সদর হতে একটু দূরবর্তী গোডাউন পাড়া নামক গ্রামের মৃত আজিমুদ্দীনের পুত্র দফিজ উদ্দীন(৬০) এর বাড়িতে পুরাতন একটি কূপের ভিতর থেকে অলৌকিকভাবে ১৫-২০দিন থেকে কূয়ার সমস্ত পানিতে কেরোসিন তেলের গন্ধ ও তৈলাক্ত আকারের পানি উঠতেছিল অনেক দিন হয়ে গেলেও আগের অবস্থায় পানির গুণগত মান ফিরে না আসায় বাড়ির মালিক ওই কূপের সমস্ত পানি পাম্প দিয়ে নিষ্কাশন করে ফেললেও আবার সেখান থেকে একইভাবে কেরোসিন গন্ধযুক্ত তৈলাক্ত পানি উঠছে। কূপের ভিতর থেকে তৈলাক্ত পানি বের হওয়ার খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে তা দেখতে শতশত মানুষ সেখানে ভিড় করছে।

বাড়ির মালিক দফিজ উদ্দীন জানান, আমার বাড়ির মধ্যে যে কূয়াটি আছে এটির বয়স প্রায় ২০ বছর এই এলাকায় যখন খুব পানির সমস্যা ছিল তখন অত্র এলাকার সকলে এই কূয়ার পানি ব্যবহার করতো এবং গত বছর আমি কূয়াতে বোরিং করে সাব মারসেল (ভূ-গর্ভে পানির নিচে বসানো পাম্প) বসাই। বছর খানিক সেখান থেকে ভাল পানীয়জল পাওয়া যায়। অনেক দিন ভাল পানি পাওয়ার পর এখন এই পানি থেকে কেরোসিন তেলের গন্ধ ও তৈলাক্ত পানি বের হতে থাকে।

এলাকাবাসীরা মনে করতেছে এই কূয়ার পানি সংগ্রহ করে পরীক্ষার জন্য বড় কোন ল্যাবে ও বিশেষজ্ঞদের কাছে পাঠালে পরীক্ষার মাধ্যমে জানা যাবে সেখানে পানির সাথে জ্বালানি তেল না অন্য কিছু বের হচ্ছে।

কূয়ার ভিতর থেকে যে অলৌকিকভাবে কেরোসিন তেলের গন্ধ ও তৈলাক্ত পানির উঠতেছে এ ঘটনাটির জন্য কোন প্রকার সমস্যা হবে কিনা সে জন্য প্রশাসন কে তাদের পরিবার থেকে কোন প্রকার জানানো হয়নি। তাই প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্তু সেই ঘটনাস্থলটির কূয়াটি পরিদর্শন করতে আসেনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়