Skip to main content

প্রাথমিকে বার্ষিক পরীক্ষা এগিয়ে আনার সিদ্ধান্ত

হ্যাপি আক্তার : প্রথম থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত বার্ষিক পরীক্ষা এগিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী এখন এই পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২৯ নভেম্বর থেকে ছয় ডিসেম্বরের মধ্যে। আগের সিদ্ধান্ত অনুযায়ী এই পরীক্ষা হওয়ার কথা ছিল ১১ ডিসেম্বর থেকে ১৮ ডিসেম্বরের মধ্যে। বৃহস্পতিবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিব সাংবাদিকদের এই সিদ্ধান্ত জানিয়ে বলেন, এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে বলা হয়েছে। একাদশ জাতীয় নির্বাচনের কারণেই মূলত এই পরীক্ষা কয়েক দিন এগিয়ে আনার সিদ্ধান্ত হয়। উল্লেখ্য, প্রথম থেকে চতুর্থ শ্রেণির বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হয় বিদ্যালয়গুলোতে। আর পঞ্চম শ্রেণি শেষে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হয় জাতীয়ভাবে। সূত্র : ডিবিসি নিউজ

অন্যান্য সংবাদ