শিরোনাম
◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ১৯ অক্টোবর, ২০১৮, ০২:০২ রাত
আপডেট : ১৯ অক্টোবর, ২০১৮, ০২:০২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেখ রাসেলের জন্মবার্ষিকী উপলক্ষে কাপ্তাই হ্রদে নৌকাবাইচ

জাগো নিউজ: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ সন্তান শেখ রাসেলের জন্মবার্ষিকী উপলক্ষে পাহাড়ঘেরা রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের উদ্যোগে এই নৌকাবাইচ অনুষ্ঠিত হয়।

কেউ নৌকা, কেউবা বোটে আবার কেউবা লঞ্চে করে কাপ্তাই হ্রদে নৌকাবাইচ উপভোগ করতে আসেন। এ সময় হাজারও পাহাড়ি-বাঙালি নারী-পুরুষের ঢল নামে দুই পাড়ে।

নৌকাবাইচে চারটি গ্রুপে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ছেলেদের ২১ জনের গ্রুপে চ্যাম্পিয়ন হয় পহেল চাকমার দল, দ্বিতীয় স্থান সুশান্ত চাকমার দল ও তৃতীয় হয়েছে সুশান্তের দল। দ্বৈত সাম্পানে চ্যাম্পিয়ন হয় কামাল, দ্বিতীয় হয়েছেন নজরুল ইসলাম ও তৃতীয় হয়েছেন দিদার।

মহিলা নৌকাবাইচে চ্যাম্পিয়ন হয় অর্চনা ত্রিপুরার দল, দ্বিতীয় হয়েছেন শান্তি ত্রিপুরার দল ও তৃতীয় হয়েছেন অনিতা চাকমার দল। এছাড়া প্রথমবারের মতো অনুষ্ঠিত হয় কায়কিং প্রতিযোগিতা। এতে প্রথম হয়েছেন অপূর্ণা, দ্বিতীয় হয়েছেন তাপসী ও তৃতীয় হয়েছেন যৌথভাবে বিশাখা ও পারুমি। প্রতিযোগিতা শেষে শহীদ মিনার প্রাঙ্গণে বিজয়ীদের মাঝে নগদ টাকা ও সনদ বিতরণ করা হয়।

নৌকাবাইচ প্রতিযোগিতার আহ্বায়ক হাজি মো. মুছা মাতব্বরের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নববিক্রম কিশোর ত্রিপুরা। আরও উপস্থিত ছিলেন রাঙ্গামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার সৈয়দ রিয়াদ মেহমুদ, উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান তরুণ কান্তি ঘোষ, জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ, পুলিশ সুপার আলমগীর কবির।

  • সর্বশেষ
  • জনপ্রিয়