শিরোনাম
◈ নির্বাচনি ইশতেহারের আলোকে প্রণীত কর্মপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের আহবান শিল্পমন্ত্রীর  ◈ প্রচণ্ড গরম থেকেই ঘটতে পারে মানবদেহের নানা রকম স্বাস্থ্য ঝুঁকি ◈ অবশেষে রাজধানীতে স্বস্তির বৃষ্টি  ◈ ইসরায়েল পাল্টা হামলা করলে কয়েক সেকেন্ডের মধ্যে জবাব দেবে ইরান: উপপররাষ্ট্রমন্ত্রী ◈ মিয়ানমারের আরও ১০ সেনা সদস্য বিজিবির আশ্রয়ে ◈ সয়াবিনের দাম বাড়ানোর সুযোগ নেই: বাণিজ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত বিএনপির ◈ কেউ যেন নিরাপত্তাহীনতায় না থাকি, আইনের শাসনে জীবনযাপন করি: ড. ইউনূস ◈ মা, স্ত্রী ও দুই ছেলে নিয়ে ঢাকা ফিরছিলেন রফিক, পথে প্রাণ গেল সবার ◈ স্থায়ী জামিন না পাওয়ায় ক্ষুব্ধ হয়েছি: ড. ইউনূসের আইনজীবী

প্রকাশিত : ১৯ অক্টোবর, ২০১৮, ১১:৩০ দুপুর
আপডেট : ১৯ অক্টোবর, ২০১৮, ১১:৩০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এবার ভাঙছে বিকল্পধারা

দৈনিক আমাদরে সময় : একাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে রাজনৈতিক দলগুলোর মধ্যে তৈরি হচ্ছে নতুন নতুন ঐক্য। এর পাশাপাশি ফাটল ধরছে দলগুলোর অভ্যন্তরীণ ঐক্যেও। বাংলাদেশ ন্যাপ ও এনডিপির পর দল ভাঙাগড়ার খেলায় নাম লেখাতে যাচ্ছে বিকল্পধারা বাংলাদেশ। গত শনিবার এ দলটিকে বাদ দিয়ে ঘোষণা করা হয় জাতীয় ঐক্যফ্রন্ট। একে কেন্দ্র করে বিকল্পধারার মধ্যে বিভাজন দেখা দেয়। সূত্র জানিয়েছে, আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন বিকল্পধারার কমিটি ঘোষণা করবে বিকল্পধারা বাংলাদেশের একাংশ।
ঐক্যফ্রন্ট ঘোষণার পর বিএনপি নেতৃত্বাধীন ২০-দলীয় জোট থেকে বেরিয়ে যায় বাংলাদেশ ন্যাপ ও এনডিপি। পরে এ দুটি দলেও ভাঙন দেখা দেয়।
সূত্রমতে, সাবেক রাষ্ট্রপতি একিউএম বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বাধীন বিকল্পধারা ভেঙে নতুন দল গঠন চূড়ান্ত। ৭১ সদস্যের প্রাথমিক কমিটিও প্রস্তুত। বহিষ্কার করা হবে বিকল্পধারার প্রেসিডেন্ট বদরুদ্দোজা চৌধুরী ও মহাসচিব মেজর (অব) আব্দুল মান্নানকে। নতুন করে গড়া এ দলটির সভাপতি হচ্ছেন বিকল্পধারা বাংলাদেশের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য নূরুল আমীন বেপারি। মহাসচিব হচ্ছেন আহমেদ বাদল। যুগ্ম মহাসচিব হিসেবে থাকবেন জানে আলম। এ ছাড়া বিকল্পধারা থেকে বেরিয়ে আসা বেশ কয়েকজন নেতাকেও গুরুত্বপূর্ণ পদে রাখা হবে। নবগঠিত বিকল্পধারা জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে থাকবে।
নতুন দল গড়ার বিষয়ে বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নুরুল আমীন বেপারি আমাদের সময়কে বলেন, বিষয়টি নিয়ে এখনই কথা বলতে চাচ্ছি না। শুক্রবার সংবাদ সম্মেলন হওয়ার সম্ভাবনা রয়েছে। তখনই সবকিছু ঘোষণা করা হবে। সূত্র জানায়, বিএনপি থেকে বের হয়েই বিকল্পধারা বাংলাদেশের প্রতিষ্ঠা করা হয়। কিন্তু যে উদ্দেশ্য নিয়ে বিএনপিত্যাগী নেতারা বিএনপির বিপরীতে
রাজনীতি করতে চেয়েছিলেন তা বাস্তবায়ন হয়নি। দলটি অনেকটা পারিবারিক দলে পরিণত হয়েছে। সরকারবিরোধী জোট গড়তে ড. কামাল হোসেনের সঙ্গে শুরু থেকে কাজ করেও গত সপ্তাহে গঠিত জাতীয় ঐক্যফ্রন্টে স্থান না পাওয়ার বিষয়ে দলটির কেন্দ্রীয় ফোরামে কোনো আলোচনা হয়নি। এমনকি নতুন করে আবার অন্য জোটে যাওয়ার বিষয়ে বিভিন্ন মহলে আলোচনা উঠলেও বিকল্পধারার সিনিয়র নেতারা বিষয়টি জানেন না।
নাম প্রকাশ না করার শর্তে বিকল্পধারার কয়েকজন নেতা বলেন, নবগঠিত বিকল্পধারা জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে থাকবে। সারাদেশে দলটির নেতাকর্মীরা নতুন নেতৃত্বের বিকল্পধারার জন্য অপেক্ষা করছেন। পরিবেশ-পরিস্থিতি বুঝে নির্বাচনের আগেই দলটি কাউন্সিল করবে। শুক্রবার সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত রূপরেখা তুলে ধরার পাশাপাশি নতুন কাউন্সিলের বিষয়েও বার্তা থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়