শিরোনাম
◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ১৯ অক্টোবর, ২০১৮, ১০:০০ দুপুর
আপডেট : ১৯ অক্টোবর, ২০১৮, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মান্নার অনুরোধে চলচ্চিত্রে গান গেয়েছিলেন বাচ্চু

এনটিভি অনলাইন : কাজী হায়াৎ পরিচালিত ও নায়ক মান্না প্রযোজিত ‘লুটতরাজ’ ছবিতে প্লেব্যাক করেন আইয়ুব বাচ্চু। বাচ্চুর কণ্ঠে ‘অনন্ত প্রেম তুমি দাও আমাকে’ গাওয়া গানটি মান্নার ঠোঁটে বেশ জনপ্রিয় হয় তখন। আইয়ুব বাচ্চু গানটি নায়ক মান্নার অনুরোধেই গেয়েছিলেন বলে জানান চলচ্চিত্রটির পরিচালক কাজী হায়াৎ।

কাজী হায়াৎ এনটিভি অনলাইনকে বলেন, ‘আমরা যখন লুটতরাজ ছবির পরিকল্পনা করছিলাম তখন আমার এই ছবির সঙ্গীত পরিচালক আহমেদ ইমতিয়াজ বুলবুল বলেন, আইয়ুব বাচ্চুকে দিয়ে একটি গান করাতে পারলে ভালো হতো। কিন্তু তিনি তো চলচ্চিত্রের জন্য গান করবেন না। তারপর মান্না নিজে বাচ্চুর বাসায় গিয়ে কথা বলেন। কিন্তু তিনি তো কিছুতেই গান গাইতে রাজি নন। এক সময় মান্না বলেন, বাচ্চু ভাই এই ছবিটি আমার প্রথম প্রযোজনা, আপনার গাওয়া গানটি আমরা যেভাবে উপস্থাপন করব তাতে আপনার ভালো লাগবে। অনেক অনুরোধ করার পর একসময় তিনি রাজি হন। আইয়ুব বাচ্চুর বাসা থেকেই মান্না ফোন করেন বুলবুল ভাইকে। গানটি বাচ্চু ভাই গাইবেন শুনে প্রথমে বুলবুল বিশ্বাস করেননি। তারপর যখন মান্না বাচ্চুর সাথে কথা বলিয়ে দিলেন তখন তিনি বিশ্বাস করেন এবং গানের কথা ও সুর তৈরি করেন।’

কাজী হায়াৎ আরো বলেন, ‘বাচ্চু রাজি হওয়ার পর কিন্তু আমরা গানের কথা ও সুর তৈরি করি। কারণ আমরা কেউই বিশ্বাস করিনি তিনি গান গাইবেন। উনার সাথে যায় এমন ভাবে গানের কথা লেখা হয়। উনার কণ্ঠে যায় তেমন ভাবে গানের সুর তৈরি করা হয়। গানটি রেকর্ড করার সময়ই বাচ্চু গানটি পছন্দ করেন। গানটি হিট করার পর ‘আম্মাজান’ ছবিতেও গান গেয়েছিলেন বাচ্চু। পরে আরো বেশ কয়েকটা ছবিতে তিনি গান করেন।’

আইয়ুব বাচ্চুর চলে যাওয়ার খবরে শোক প্রকাশ করেন কাজী হায়াৎ। তিনি বলেন, ‘আজ আমাদের ছেড়ে চলে গেলেন বাচ্চু। এটা আমাদের মাঝে অনেক বড় শূন্যতা তৈরি করেছে। তার এই শূন্যতা পূরণ হওয়ার নয়।’

আইয়ুব বাচ্চু আজ বৃহস্পতিবার সকাল ৯টা ৫৫ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে মারা যান। দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন তিনি। স্কয়ার হাসপাতালের পক্ষ থেকে সাংবাদিকদের এসব কথা জানান স্কয়ার হাসপাতালের পরিচালক ডা. মির্জা নাজিমুদ্দিন। তিনি বলেন, ‘সকাল সাড়ে ৮টার দিকে হার্ট অ্যাটাক হয় আইয়ুব বাচ্চুর। বাসাতেই সেটা হয়। ৯টা ৫৫ মিনিটে তাঁর মৃত্যু হয়।’

ডা. মির্জা আরো বলেন, ‘আইয়ুব বাচ্চু বহুদিন থেকে হৃদরোগে ভুগছিলেন। এই রোগটির নাম কার্ডিও-মাইওপ্যাথি।’

হৃদরোগের কারণে আইয়ুব বাচ্চু গত কয়েক বছর বারবারই হাসপাতালে এসেছেন চিকিৎসার জন্য। ২০০৯ সালে তাঁর হার্টে রিং পরানো হয়। দুই সপ্তাহ আগে শেষ তিনি স্কয়ার হাসপাতালে এসেছিলেন।

জনপ্রিয় ব্যান্ড এলআরবির দলনেতা আইয়ুব বাচ্চু ছিলেন একাধারে গায়ক, গিটারিস্ট, গীতিকার, সুরকার, সংগীত পরিচালক। ১৯৭৮ সালে তাঁর যাত্রা শুরু হয় ফিলিংস ব্যান্ডের মাধ্যমে। এরপর ১০ বছর সোলস ব্যান্ডে লিড গিটারিস্ট হিসেবে যুক্ত ছিলেন তিনি। আশির দশকে একাধিক একক অ্যালবাম বেরুলেও নব্বইয়ের দশকে ‘ডাবল অ্যালবাম’ দিয়ে এলআরবির যাত্রা শুরু হয়। তখন ব্যান্ডটির নাম ছিল ‘লিটল রিভার ব্যান্ড’। পরে ব্যান্ডের নাম পাল্টে রাখা হয় ‘লাভ রানস ব্লাইন্ড’।

১৯৬২ সালের ১৬ আগস্ট চট্টগ্রামে জন্মগ্রহণ করেন আইয়ুব বাচ্চু। ‘চলো বদলে যাই’, ‘ফেরারি মন’, ‘এখন অনেক রাত’, ‘হকার’, ‘আমি বারো মাস তোমায় ভালোবাসি’,‘বাংলাদেশ’সহ অসংখ্য জনপ্রিয় গানের স্রষ্টা তিনি। সঙ্গীতজগতে তিনি এবি নামে পরিচিত হলেও তাঁর ডাকনাম ছিল রবিন। এ নামেও তিনি নব্বইয়ের দশকে একক অ্যালবাম বের করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়