শিরোনাম
◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ গাজীপুরের টঙ্গি বাজারে আলুর গুদামে আগুন ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ দুই এক পশলা বৃষ্টি হলেও তাপদাহ আরো তীব্র হতে পারে  ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী ◈ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বিবেচনায় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশ সংকট থেকে ঘুরে দাঁড়াতে শুরু করেছে: অর্থমন্ত্রী

প্রকাশিত : ১৯ অক্টোবর, ২০১৮, ০৭:৩৮ সকাল
আপডেট : ১৯ অক্টোবর, ২০১৮, ০৭:৩৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ নিশ্চিতের আহবান রাষ্ট্রপতির

আরিফুর রহমান তুহিন : রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, সকল শিক্ষা প্রতিষ্ঠানে উচ্চ শিক্ষার গুণগত মান নিশ্চিত করার পাশাপাশি যথাযথ শিক্ষার মান নিশ্চিত করতে হবে। বৃহস্পতিবার ইউজিসির চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল বঙ্গভবনে ইউজিসির বার্ষিক প্রতিবেদন-২০১৭ রাষ্ট্রপতির কাছে হস্তান্তর করতে গেলে তিনি এসব বলেন। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদিন সাংবাদিকদের একথা জানিয়েছেন।

প্রেস সচিব জানান, রাষ্ট্রপতি বলেছেন, বিশ্বব্যাপী প্রতিযোগিতার কারণে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অবশ্যই গবেষণাকর্মকে অগ্রাধিকার দিতে হবে। বিশ্ববিদ্যালয়সমূহে গবেষণার গুণগতমান নিশ্চিতে সতর্ক থাকতে হবে। বৈঠকে রাষ্ট্রপতি ইউজিসির চেয়ারম্যানের কাছ থেকে ইউজিসির সার্বিক কার্যক্রম ও বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতির কথা জেনে সন্তোষ প্রকাশ করেন।

ইউজিসির চেয়ারম্যান বলেন, গবেষণার জন্য বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে। ২০০৮-০৯ অর্থবছরে যেখানে গবেষণার জন্য বরাদ্দ ছিল ১০.৩৫ কোটি টাকা, সেখানে বরাদ্দ বৃদ্ধি পেয়ে ২০১৭-১৮ অর্থবছরে ৭৩.৩০ কোটি টাকায় দাঁড়িয়েছে। একাডেমিক, প্রশাসনিক ও আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে প্রচুর তথ্য নিয়ে ‘হায়ার এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম’ নামে একটি ডাটাবেজ তৈরি করা হয়েছে। বিশ্ববিদ্যালয় ও কলেজসমূহের শিক্ষকদের গুণগতমান বৃদ্ধির লক্ষ্যে গৃহীত প্রশিক্ষণের বিষয়ও রাষ্ট্রপতিকে অবহিত করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়