Skip to main content

মেক্সিকো উপকূলে গভীর নিম্নচাপের সৃষ্টি, জরুরী সতর্কতা জারী

মাহাদী আহমেদ : মেক্সিকোর দক্ষিন উপকূলে প্রশান্ত মহাসাগরে গভীর নিম্নচাপের সৃষ্টি হয়েছে। দেশটির আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আগামী ৪৮ ঘন্টার মধ্যে এ নিম্নচাপটির গ্রীষ্মমন্ডলীয় ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার ব্যাপক সম্ভাবনা রয়েছে। নিম্নচাপটি যদি ঘূর্ণিঝড়ে পরিণত হয়, তবে এর নাম রাখা হবে ‘ভিসেন্তে’ এবং তখন এটি হবে চলতি বছর পূর্ব প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সৃষ্ট ২০তম ঘূর্ণিঝড়। নিম্নচাপটির কারণে মেক্সিকোতে ইতোমধ্যেই বজ্রসহ ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, নিম্নচাপটি আরও শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ে রুপান্তরিত হলে এর প্রভাবে সেখানে বন্যা ও ভূমিধ্বসের সৃষ্টি হতে পারে বলে তারা আশঙ্কা করছে। - আল-জাজিরা