Skip to main content

ডলারের বিপরীতে রুপির দর ১শতে গিয়ে দাঁড়াতে পারে : সুইস বাজার বিশ্লেষক

নূর মাজিদ : সুইস অর্থনীতি বিশেষজ্ঞ মার্ক ফাবের বলেছেন আগামী কয়েক বছরের মধ্যে ডলারের বিপরীতে ভারতীয় রুপির মূল্য ১শতে গিয়ে দাঁড়াবে। আন্তর্জাতিক অর্থনীতির বাজার বিশ্লেষক এবং বহুলপঠিত অর্থনীতি বিষয়ক প্রতিবেদন দ্য গ্লুম, বুম অ্যান্ড ডুম প্রতিবেদনের সম্পাদক মার্ক ফাবের। গত শুক্রবার ভারতীয় দৈনিক ইকোনমিক টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এমন কথা বলেন। আগামী বছরগুলোতে ভারতীয় মুদ্রা ৫ থেকে ১০ শতাংশ পর্যন্ত মুল্যস্ফিতিসহ এই বিনিময় হারে গিয়ে দাঁড়াবে বলেই মনে করেন তিনি। ফাবের বলেন, ভারতের বাৎসরিক আমদানি-রপ্তানি বাজার এবং মুদ্রানীতি বর্তমানে সুবিধাজনক অবস্থানে নেই। ভারতের সামনে এখন দুটি রাস্তা খোলা, হয় যথেষ্ট পরিমাণে সুদের হার বৃদ্ধি করা অথবা রুপির দরপতন হতে দেয়া। তবে বর্তমানে মার্কিন ফেডারেল রিজার্ভের সুদের হার বৃদ্ধির কারণে আন্তব্যাংক লেনদেনে ভারতীয় রুপি ডলারের বিপরীতে একটু বেশি মুল্যেই বিক্রি হচ্ছে। তবে ভারতের সামগ্রিক অর্থনৈতিক চিত্রে আমদানি-রপ্তানি ভারসাম্য এবং সুদের হার বৃদ্ধির উল্লেখযোগ্য ঘোষণা না আসলে রুপির পুনরুত্থানের সম্ভাবনা কম। তবে ভারতের কেন্দ্রীয় ব্যাংক সুদ বাড়ানোর ঘোষণা দিলে আগামী বছরগুলোতে ডলারের বিপরীতে রুপির দর ৭১ থেকে ৭২ এর মাঝে স্থিতিশীল থাকবে। ইতোপূর্বে, ইকোনমিক টাইমস নেটওয়ার্ক টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে ফাবের চলতি অর্থবছরে সেনসেক্স মুল্যসুচক ২০ শতাংশ কমবে এমন পূর্বাভাষ দিয়েছেন। এসময় ফাবের বলেন, ২০ শতাংশ কমে ৩০ হাজার পয়েন্টের নিচে নামতে পারে সেনসেক্স বাজার সূচক। গতকাল বৃহ¯পতিবারের সেনসেক্স বাজারের সূচক ৩৪ হাজার ৭৭৯ পয়েন্টে অবস্থান করছিল। বানিজ্য যুদ্ধের বিষয়ে ফাবের বলেন, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশাসন বানিজ্যে চীনকে টেক্কা দেয়ার যে নীতি নিয়েছে তা সুবিবেচনা প্রসূত নয়। বর্তমানে বিশ্বের বিনিয়োগ বাজার একটি অস্থিতিশীল সময় পার করছে এবং আগামী দিনগুলোতে এই অস্থিরতা আরও বাড়বে। ফলে ভারতের রপ্তানি বাণিজ্যও ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকিতে রয়েছে। চীন যুক্তরাষ্ট্রের একটি ঘনিষ্ঠ বাণিজ্যিক অংশীদার, যুক্তরাষ্ট্রের বাজারে চীন বিপুল বিনিয়োগও করেছে। তবে বর্তমানে যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোতে চীনা বিনিয়োগ কমে আসার যে প্রবণতা দেখা যাচ্ছে তাতেই বিশ্ব বিনিয়োগ পরিস্থিতির অবনতি হচ্ছে। ইকোনমিক টাইমস

অন্যান্য সংবাদ