Skip to main content

পীরগঞ্জে পূজা মন্ডবগুলো পরিদর্শন করলেন ডাঃ চৌধুরী আনোয়ার

জাকির হোসেন, ঠাকুরগাঁও :  ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের দূর্গাপূজা মন্ডব গুলো পরিদর্শন করেছেন বাংলাদেশ আওয়ামীলীগের ত্রান ও সমাজ কল্যান উপকমিটির সদস্য ও বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চক্ষু বিভাগের চিকিৎসক পীরগঞ্জের কৃতি সন্তান ডাঃ মোঃ চৌধুরী আনোয়ার । বৃহস্পতিবার সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত পীরগঞ্জ উপজেলার বিভিন্ন পূজা মন্ডব পরিদর্শন ও অনুদান প্রদান করেন। এ সময় ডাঃ পবিত্র দেব নাথ, সাংবাদিক মুনসুর আলী,আবু তারেক বাঁধন,ছাত্রলীগ নেতা কাউসার কবির সৌরভ সহ প্রায় শতাধিক নেতা কর্মী তার সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় ডাঃ চৌধুরী মোঃ আনোয়ার বলেন, ঠাকুরগাঁও-৩ আসন (পীরগঞ্জ-রাণীশংকৈল) বাসীর দুঃখ ও সুখের ভাগিদার হতে চাই । তাই আমি ইতিপূর্বে দুই উপজেলায় নিজ অর্থায়নে প্রায় ১৫০ টি ভ্যান গাড়ী বিতরন করেছি। আগামিতে আরও ৫’ শত ভ্যান গাড়ী এবং গরিব অসহায় মহিলাদের সেলাই মেশিন বিতরন করবো।

অন্যান্য সংবাদ