শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ১৯ অক্টোবর, ২০১৮, ০৩:৪৩ রাত
আপডেট : ১৯ অক্টোবর, ২০১৮, ০৩:৪৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আবুধাবি টেস্টে চালকের আসনে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক : দুবাই টেস্টে নাটকীয় ড্র’র পর আবুধাবি টেস্টে ঝুঁকি নিতে চায়নি পাকিস্তান। আর তাই তো দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়ার সামনে ৫০০ ছাড়ানো লিড দাঁড় করিয়ে ইনিংস ঘোষণা করেছে পাক বাহিনী। তারপরে দিনের শেষ বেলাতে অস্ট্রেলিয়ার একটি উইকেট যাওয়ায় আবু ধাবি টেস্টের লাগাম পাকিস্তানের হাতে।

পাকিস্তান প্রথমে ব্যাট করে মঙ্গলবার ২৮২ রান সংগ্রহ করে। এরপর পাকিস্তানের দুই বোলার মোহাম্মদ আব্বাস ও বিলাল আসিফের তোপে মাত্র ১৪৫ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। তাতে পাকিস্তান ১৩৭ রানের লিড পায়। এরপর নিজেদের দ্বিতীয় ইনিংসে ৯ উইকেটে ৪০০ রান তুলেই ইনিংস ঘোষণা করে পাকিস্তান। যে ইনিংসে ১ রানের জন্য ক্যারিয়ারে প্রথম শতক বঞ্চিত হয়েছেন বাবর আজম। মোট চারজন পাকিস্তানি অর্ধশত রানের দেখা পেয়েছেন।

৯৯ রানে বাবর ফেরার আগে অধিনায়ক সরফরাজের সঙ্গে গড়েন ১৩৩ রানের জুটি। অভিষেক টেস্টেই ব্যাক টু ব্যাক হাফ সেঞ্চুরির রেকর্ড গড়েন ফখর জামান। ৬৪ রানের পর অদ্ভুতুড়ে রান আউটে ফিরে যান আজহার আলী। অধিনায়ক সরফরাজও হাতছাড়া করেন শতকের। ৮১ রানে ফিরে যান সরফরাজ। এরপর দলীয় ৪০০ রান পূর্ণ হলেই ইনিংস ঘোষণা করেন সরফরাজ। তখন অস্ট্রেলিয়ার সামনে লক্ষ্য দাঁড়ায় ৫৩৮ রানের।

পাহাড়সম লক্ষ্য নিয়ে আজ একটু অন্যরকম ফরম্যাটে ক্রিজে নেমেছিলেন অ্যারন ফিঞ্চ। দ্বিতীয় ইনিংসে তিনি ক্রিজে নামেন শন মার্শকে নিয়ে। তবে দলের আকাক্সক্ষা পূরনে ব্যর্থ হয়ে অভিষিক্ত মীর হামজার বলে বোল্ড হয়ে ফিরে যান। তবে এরপরে দলকে আর বিপদে পড়তে দেননি ফিঞ্চ এবং ট্রেভিস হেড। ১ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে তুলেছেন ৪৭ রান।

২৪ রানে ফিঞ্চ এবং ১৭ রানে হেড অপরাজিত থেকে দিন পার করর জুটি আগামীকাল আবার মাঠে নামবেন। জয় থেকে এখনো ৪৯১ রান দূরে অজিরা। আর পাক বাহিনীর দরকার ৯টি উইকেট। সময় এখনো ২ দিন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়