Skip to main content

লিজেন্ড.....ভালাবাসা আপনার প্রতি

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে রক গানের প্রবর্তক সংগীতশিল্পী আইয়ুব বাচ্চু আর নেই। বৃহস্পতিবার সকালে ৫৬ বছর বয়সে তিনি মারা গেছেন। ব্যান্ড জগতের সবচেয়ে জনপ্রিয় এই শিল্পীর মৃত্যুতে পুরো দেশে শোকের ছায়া নেমে এসেছে। রাষ্ট্রপতি থেকে প্রধানমন্ত্রী সবাই শোক প্রকাশ করছেন। আইয়ুব বাচ্চুর মৃত্যুর শোক ছুয়ে গেছে দেশের ক্রীড়াঙ্গনেও। কিংবদন্তি এই শিল্পীর মৃত্যুতে ফেসুবুকে ভক্তরা আবেগঘন স্ট্যাটাস দিচ্ছেন। তার গানে নিজের মুগ্ধতার নানা স্মৃতি তুলে ধরছেন। বাদ যাননি ক্রীড়াবিদরাও। ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা, মুশফিকুর রহীম থেকে ফুটবলার বিপ্লব ভট্টাচার্য, গভীর শোক প্রকাশ করেছেন। শোক প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, ‘আইয়ুব বাচ্চু বাংলাদেশে রক মিউজিকের প্রবর্তক ছিলেন। তার এই আকস্মিক বিদায়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে আমি তার পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি। আমরা এই অসাধারণ সঙ্গীতশিল্পীর মৃত্যুতে সমগ্র দেশের মানুষের সঙ্গে শোক প্রকাশ করছি, যে সঙ্গীতের সীমানা অতিক্রম করে লক্ষ লক্ষ্য মানুষকে অনুপ্রাণিত করেছেন।’ বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে শোক প্রকাশ করে লিখেছেন, ‘সবাইকে একা করে চলে যাব অন্ধ ঘরে। এই শহর, গাড়ি, বাড়ি কিছুই রবে না- আইয়ুব বাচ্চু।’ মুশফিকুর রহীম তার ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছেন, ‘ভয়ঙ্কর এক খারাপ খবর দিয়ে দিনের শুরু। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার আত্মার শান্তি কামনা করছি।’ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক বিপ্লব ভট্টাচার্য ফেসবুকে লিখেছেন, ‘এই রূপালী গিটার ফেলে আপনি আমাদের ছেড়ে এতো তাড়াতাড়ি চলে যাবেন না ফেরার দেশে... ভাবতেও কষ্ট অনুভব করছি।’ ‘লিজেন্ড... ভালাবাসা আপনার প্রতি’, এভাবেই নিজের অনুভূতি শেয়ার করেছেন এই ফুটবলার। জাতীয় হকি দলের সাবেক অধিনায়ক মামুনুর রহমান চয়ন ফেসবুকে শোক প্রকাশ করে লিখেছেন, ‘আপনার গানগুলো সারা জীবন বেঁচে থাকবে আমাদের মাঝে...’ আইয়ুব বাচ্চুর মৃত্যু গভীর শোক প্রকাশ করেছেন দেশের অনেক বড় বড় সব ক্রীড়া তারকারা। আইয়ুব বাচ্চু শুধু সঙ্গীত জগতের তারা ছিলেন না, ছিলেন পুরো দেশের নক্ষত্র। পৃথিবীর মায়া ছাড়লেও সঙ্গীত দিয়ে ভক্তদের মাঝে আজীবন বেঁচে থাকবেন তিনি।