Skip to main content

অধিকাংশ কোম্পানির শেয়ারের দর কমলেও ব্যাংক খাতের দর বেড়েছে

মাসুদ মিয়া : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার লেনদেন হওয়া অধিকাংশ কোম্পানির শেয়ারের দর কমলেও বেড়েছে ব্যাংক খাতের কোম্পানির শেয়ারের দর। অর্ধেকের বেশি প্রতিষ্ঠানেরর শেয়ার ও ইউনিটের দাম কমার পরও এদিন ডিএসইর প্রধান ম‚ল্যস‚চক সামান্য বেড়েছে। তবে কমেছে, অপর দুটি মূল্যসূচক। আর সিএসইর সার্বিক মূল্যস‚চকও কমেছে। বেশিরভাগ প্রতিষ্ঠানের দরপতনের দিনে ডিএসইতে লেনদেনের পরিমাণও কমেছে। ডিএসইতে লেনদেনে অংশ নেয়া ১০৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম আগের দিনের তুলনায় বেড়েছে। বিপরীতে দাম কমার তালিকায় স্থান করে নিয়েছে ১৮৮টি। আর ৪৭টির দাম অপরিবর্তিত রয়েছে। বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমার পরও ডিএসইর প্রধান ম‚ল্যস‚চক ডিএসইএক্স আগের দিনের তুলনায় দশমিক ৭৩ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৩৮১ পয়েন্টে দাঁড়িয়েছে। এ ম‚ল্যস‚চকটি ঊর্ধ্বমুখী রাখতে প্রধান ভ‚মিকা রেখেছে ব্যাংক খাত। পতনের বাজারে এ খাতের মাত্র তিনটি ব্যাংকের শেয়ার দাম কমেছে। বিপরীতে দাম বেড়েছে ২১টি ব্যাংকের শেয়ারের অপরিবর্তিত থাকে ৬টির। অবশ্য ব্যাংক কোম্পানির এমন দাম বৃদ্ধিও ডিএসইর অপর দুটি স‚চককে পতনের হাত থেকে রক্ষা করতে পারেনি। এর মধ্যে ডিএসই শরিয়াহ্ স‚চক ৪ পয়েন্ট কমে ১ হাজার ২৪৩ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএসই-৩০ আগের দিনের তুলনায় ১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮৯৬ পয়েন্টে অবস্থান করছে। দিনভর ডিএসইতে লেনদেন হয়েছে ৪৭৬ কোটি ৩৩ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৫১১ কোটি ৪৪ লাখ টাকা। সে হিসাবে লেনদেন কমেছে ৩৫ কোটি ১১ লাখ টাকা। টাকার অঙ্কে ডিএসইতে সব থেকে বেশি লেনদেন হয়েছে ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালের শেয়ার। কোম্পানিটির ৩২ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনে দ্বিতীয় স্থানে থাকা ইউনাইটেড পাওয়ার জেনারেশনের ২৭ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ২৬ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে কেপিসিএল। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক ম‚ল্যস‚চক সিএসসিএক্স ২ পয়েন্ট কমে ১০ হাজার ১৯ পয়েন্টে অবস্থান করছে। বাজারটিতে লেনদেন হয়েছে ২৯ কোটি ৮৪ লাখ টাকা। লেনদেন হওয়া ২২৯টি প্রতিষ্ঠানের মধ্যে ৭৩টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১২৬টির। আর দাম অপরিবর্তিত রয়েছে

অন্যান্য সংবাদ