শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল

প্রকাশিত : ১৯ অক্টোবর, ২০১৮, ০৩:২৭ রাত
আপডেট : ১৯ অক্টোবর, ২০১৮, ০৩:২৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুষ্টিয়ায় জেলেদের হামলায় মৎস্য কর্মকর্তাসহ আহত ৪

আব্দুম মুনিব, কুষ্টিয়া :  কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর এলাকায় মঙ্গলবার সন্ধ্যায় পদ্মা নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযানে জেলেদের হামলায় মৎস্য কর্মকর্তাসহ ৪ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুই জনের অবস্থা আশংকা জনক বলে জানা গেছে। এই ঘটনায় পুলিশ ৭ জনকে গ্রেফতার করেছেন।

ভেড়ামারা উপজেলা সিনিয়র মৎস্য অফিসার গোলাম সরোয়ার জানান, ভেড়ামারা হার্ডিং ব্রীজ থেকে রায়টা ঘাট অভিমুখে পদ্মা নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযানে ট্রলার যোগে বাহাদুরপুর পদ্মা নদীর ধারে জেলেরা নদীতে কারেন্ট জাল দিয়ে ইলিশ মাছ ধরছে এমন খবর পেয়ে অভিযান চালালে মৎস্য শিকারীরা কারেন্ট জাল ফেলে পালিয়ে যায়। নদীতে কারেন্ট জাল উদ্ধারের সময় জেলেরা সংঘবদ্ধ হয়ে দেশি অস্ত্র নিয়ে হামলা চালায়।

এ সময় জেলেদের হামলায় সিনিয়র মৎস্য কর্মকর্তা গোলাম সরোয়ার (৪০), মাঝি সাইফুল ইসলাম (৩৫) ও আব্দুল্লাহ (৩২) সহ ৪ জন আহত হন। আহতদের মধ্যে মাঝি সাইফুল ইসলাম ও আব্দুল্লাহর অবস্থা আশংকাজনক। আহতদেরকে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ভেড়ামারা থানা পুলিশ ৭ জনকে আটক করেছে।

ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার সোহেল মারুফ জানান, পদ্মা নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযান অব্যাহত থাকবে। হামলাকারী জেলেদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম জানান, জিজ্ঞাসা বাদের জন্য ৭ জন জেলেকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার অভিযান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়