শিরোনাম
◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ১৯ অক্টোবর, ২০১৮, ০৩:১৪ রাত
আপডেট : ১৯ অক্টোবর, ২০১৮, ০৩:১৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লক্ষ্মীপুরের পূজা মণ্ডপ পরিদর্শনে এ্যানি

আমজাদ হোসেন আমু, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের সাবেক সংসদ সদস্য, কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক, সাবেক ছাত্রনেতা, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, ‘রাজনীতিতে পরিবর্তন ঘটলেও সম্প্রতির বন্ধনে আমরা আবদ্ধ। হিন্দু ধর্মালম্বীদের সঙ্গে আমাদের আত্মার সম্পর্ক। এ সম্পর্ক অতিতেও ছিল, ভবিষ্যতেও অটুট থাকবে। আমরা সবাই এক ও ঐক্যবদ্ধ হয়ে সুন্দর আগামী গড়বো।’

বৃহস্পতিবার (১৮ অক্টোবর) বিকেলে জেলা শহরের শ্যাম সুন্দর জিউর আখড়ার পূজা মণ্ডপ পরিদর্শনের সময় পূজা উদযাপন পরিষদের নেতাদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

এছাড়া তিনি নেতাকর্মীদের নিয়ে জেলা শহরের সমসেরাবাদ মনসা মন্দির ও আনন্দময়ী কালী মন্দিরসহ কয়েকটি পূজা মণ্ডপ পরিদর্শন করেন। এসময় তিনি পুরোহিত, পূজা উদযাপন পরিষদের নেতাদের ও পূজায় আসা হিন্দু ধর্মালম্বীদের খোঁজ-খবর নেন।

পরিদর্শনকালে তার সঙ্গে আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন ভূঁইয়া, বিএনপি নেতা ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, সদর (পূর্ব) উপজেলা বিএনপির সভাপতি মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শংকর মজুমদার, সাধারণ সম্পাদক স্বপন চন্দ্র দেবনাথ, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ ও জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি বদরুল ইসলাম শ্যামল, জেলা ছাত্রদলের সভাপতি,হাসান মাহমুদ ইব্রাহিম,কলেজ ছাত্রদলের সভাপতি, আব্দুল্লাহ আল খালেদ সহ নেতৃবুন্দ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়