Skip to main content

আইয়ুব বাচ্চুর মৃত্যুতে বিসিবির শোক

আইয়ুব বাচ্চুর মৃত্যুতে বিসিবির শোক
নিজস্ব প্রতিবেদক : বৃহস্পতিবার সকালে পৃথিবীর মায়া ত্যাগ করে কিংবদন্তী ব্যান্ড সঙ্গীতশিল্পী আইয়ুব বাচ্চু চলে গেলেন ওপারে। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে দেশের ক্রীড়াঙ্গনেও।তার বিদায়ে শোক প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ দুপুরে সংস্থাটির অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে শোকবার্তা জানানো হয়। শোকবার্তায় বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বাংলাদেশের ক্রিকেটের পক্ষ থেকে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান। শোকবার্তায় জানানো হয়, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন বাংলাদেশের রক মিউজিকের আইডল আইয়ুব বাচ্চুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘বাংলাদেশের রক মিউজিকের পথিকৃত ছিলেন আইয়ুব বাচ্চু। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে আমি তার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানাই। সারা দেশের মত আমরাও শোকাহত।’