শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ১৯ অক্টোবর, ২০১৮, ০২:৪৮ রাত
আপডেট : ১৯ অক্টোবর, ২০১৮, ০২:৪৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাড়ি ফেরা হলো না মাদ্রাসা ছাত্র আতিকুলের

মাসুদ আলম : রাজধানীর ভাটারা থানার নদ্দা এলাকায় বাসের ধাক্কায় আতিকুল ইসলাম (১১) নামের এক মাদ্রাসা ছাত্র নিহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে নদ্দা ফুটওভার ব্রিজের নিচে এ দুর্ঘটনা ঘটে। তবে ঘাতক বাস ও চালক কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

নিহতের বড় ভাই আমানউল্লাহ বলেন, আতিকুল ভাটারা পূর্ব নয়ানগর হাজি আব্দুর সাত্তার মাদ্রাসার নুরানি বিভাগের ছাত্র ছিল। একই মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র আমানাউল্লাহ। তাদের গ্রামের বাড়ি ময়মনসিংহের তারাকান্দা উপজেলার পাগলী এলাকায়। গতকাল সকালে ১০-১২ জন শিক্ষার্থী মাদ্রাসা থেকে ছুটি নিয়ে বাড়ির উদ্দেশে রওনা দেয়। তাদের সঙ্গে আতিকুলও ছিল। নদ্দায় বাসে ওঠার উদ্দেশে মাদ্রাসা থেকে দল বেঁধে রওনা দেয়। নদ্দা ফুটওভার ব্রিজের নিচে রাস্তা পার হওয়ার সময় নতুনবাজারগামী একটি বাস আতিকুলকে ধাক্কা দিলে গুরুতর আহত হয়। সেখান থেকে তাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। তিন ভাইয়ের মধ্যে সে ছিল দ্বিতীয়।

ভাটারা থানার ওসি কামরুজ্জামান বলেন, ধাক্কা দিয়ে দ্রুত চলে যাওয়ায় ঘাতক বাস ও চালককে আটক করা সম্ভব হয়নি। আটকের চেষ্টা চলছে। আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়