Skip to main content

কড়াইল বস্তিতে ৮৩০ ফুট সড়ক উদ্বোধন করলেন ডিএনসিসির প্যানেল মেয়র

শাকিল আহমেদ : কড়াইল বেলতলা আদর্শনগর হতে ভাঙ্গাওয়াল পর্যন্ত ৮৩০ ফুট দীর্ঘ নির্মান করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি), বেসরকারি সংস্থা ব্র্যাক এবং স্থানীয় জনগণ। বৃহস্পতিবার ডিএনসিসির প্যানেল মেয়র মোঃ জামাল মোস্তফা সড়কটির উদ্বোধন করেন। উদ্ভোধন উপলক্ষ্যে কড়াইল বেলতলায় আয়োজিত এক জনসভায় জামাল মোস্তফা বলেন, ধনী-গরিব নির্বিশেষে উন্নত নাগরিক সেবা প্রদানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সবসময় জনগণের পাশে থাকবে। তিনি এলাকার জনগণকে সুনাগরিক হওয়ার আহবান জানিয়ে বলেন, নাগরিক হিসেবে আমরা সবাই নিজ-নিজ দায়িত্ব পালন করলে ঢাকা শহরকে উন্নত শহর হিসেবে তৈরি করতে বেশি সময়ের প্রয়োজন হবে না । কড়াইল বস্তিসহ ডিএনসিসি-র আওতাধীন অন্য বস্তিগুলোর উন্নয়নের জন্য ডিএনসিসি-র সমাজকল্যাণ ও বস্তিউন্নয়ন বিভাগ সহযোগিতা করবে বলে তিনি জানান। উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ডিএনসিসি-র ওয়ার্ড কাউন্সিলর মো. মফিজুর রহমান, মো. নাসির, আওয়ামী লীগের স্থানীয় নেতৃবৃন্দ ও ব্র্যাকের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

অন্যান্য সংবাদ