শিরোনাম
◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক

প্রকাশিত : ১৯ অক্টোবর, ২০১৮, ০২:২২ রাত
আপডেট : ১৯ অক্টোবর, ২০১৮, ০২:২২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্যারিস্টার মইনুলকে বয়কটে চুমকির আহবান

আনিসুর রহমান তপন : সাংবাদিক মাসুদা ভাট্টির প্রতি অত্যন্ত অশোভন, কুরুচিপূর্ণ মন্তব্য এবং নারী সমাজের প্রতি অসম্মানজনক আচরণ করায় ব্যারিস্টার মঈনুল হোসেনকে বয়কট করার আহবান জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি।
বৃহস্পতিবার বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে জাতীয় কর্মপরিকল্পনা বিষয়ে এক আন্ত:মন্ত্রণালয় সভায় সভাপতির বক্তব্যে একথা বলেন তিনি।

মাসুদা ভাট্টি ও নারী সমাজকে হেয় করে গণমাধ্যমে বক্তব্য রাখায় প্রতিমন্ত্রী বলেন, তত্ত¡াবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ব্যারিস্টার মঈনুল হোসেনকে নারী সমাজের বয়কট করতে হবে।

এছাড়াও প্রতিমন্ত্রী তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য রাখায় ব্যারিস্টার মইনুল হোসেনকে সরাসরি গণমাধ্যমে সকল নারী সমাজের কাছে ক্ষমা চাওয়ার আহবান জানান।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম এনডিসির সঞ্চালনায় সভায় প্রায় ৪৪টি মন্ত্রণালয় ও বিভাগের প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, একাত্তর টিভিতে গত ১৬ অক্টোবর মধ্যরাতে সরাসরি সম্প্রচারিত একটি অনুষ্ঠানে ব্যারিস্টার মঈনুল হোসেন দৈনিক আমাদের অর্থনীতির জ্যৈষ্ঠ সহকারী সম্পাদক মাসুদা ভাট্টিকে চরিত্রহীন বলে গালি দেন।

এ প্রেক্ষিতে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সর্বস্তরে সমালোচনার ঝড় উঠে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়