Skip to main content

আওয়ামী লীগ সরকারের আম‌লে হিন্দুরা সংখ্যালঘু না: এম‌পি মুকুল

‌জু‌য়েল সাহা, ভোলা: ভোলা-২ আস‌নের সংসদ সদস্য আলী আজম মুকুল ব‌লে‌ছেন, বাংলা‌দেশ আওয়ামী লীগ ক্ষমতার আম‌লে দে‌শের কোন হিন্দু সংখ্যালঘু না। প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা দে‌শের সব মানুষ‌কে একইভা‌বে দে‌খেন। কিন্তু বিএন‌পি জোট সরকা‌রের আম‌লে দে‌শের হিন্দুদের সংখ্যালঘু বা‌নি‌য়ে‌ছে। তারা হিন্দু সম্প্রদা‌য়ের মানু‌ষের ঘর, বা‌ড়ি লুট ক‌রে‌ছে। বৃহস্প‌তিবার দুপু‌রে দুর্গাপূজা উপল‌ক্ষে ভোলার বোরহানউ‌দ্দিন উপ‌জেলার শিল্পকলা একা‌ডে‌মির আ‌য়োজ‌নে গীতা, চন্ডীপাঠ, আরতি নৃত্য, ভ‌ক্তিমূলক গা‌নের প্র‌তি‌যো‌গিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠা‌নে প্রধান অ‌তি‌থির বক্ত‌ব্যে এম‌পি মুকুল এসব কথা ব‌লেন। এম‌পি মুকুল আ‌রো ব‌লেন, ২০০১ সা‌লে বিএন‌পি জোট আম‌লে বোরহানউ‌দ্দিন ও দৌলতখা‌নের হিন্দুরা দুর্গাপূজা ভা‌লোভা‌বে কর‌তে পার‌তো না। পূজা মণ্ডপ গু‌লো‌তে দর্শনার্থীর সংখ্যা কম থাক‌তো। ভ‌য়ে কেউ প‌রিবার নি‌য়ে পূজা দেখ‌তে যে‌তো না। কিন্তু আওয়ামী লীগ সরকা‌রের আম‌লে হিন্দুরা জাগ জমট ভা‌বে দুর্গাপূজা ক‌রে। ম‌ন্দিরগু‌লো‌তে দর্শনার্থীর সংখ্যা অ‌নেক। এখন তা‌দের কোন ভয় নেই। গভীর রাত পর্যন্ত সপ‌রিবা‌রে পূজা দেখ‌তে যায় সবাই। ‌ বোরহানউ‌দ্দিন উপ‌জেলার নির্বাহী কর্মকর্তা আবদুল কুদ্দুসের সভাপ‌তি‌ত্বে এসময় বি‌শে‌ষ অ‌তি‌থির বক্তব্যে জেলা হিন্দু বৌদ্ধ-খ্রিষ্টান এক্য প‌রিষ‌দের আহবায়ক শ্রী অ‌ভিনাশ নন্দী ব‌লেন, জগ‌তে অশুভ শ‌ক্তি ও অত্যাচ‌া‌রি‌ অসুর‌দের বিনাস কর‌তে দেবী দূর্গার আ‌বির্ভাব হ‌য়ে‌ছে। পৃ‌থিবী‌তে যতবার অসুর আস‌বে দেবী দূর্গা তা‌দের বিনাশ কর‌তে ততবারই আ‌বির্ভাব হ‌বে। এসময় আ‌রো বক্তব্য রা‌খেন, বোরহানউ‌দ্দিন উপ‌জেলার ভাইস চেয়ারম্যান মো: রা‌ছেল মিয়া প্রমুখ। এসময় উপ‌স্থিত ছি‌লেন, বোরহানউ‌দ্দিন উপ‌জেলা পূজা উদযাপন প‌রিষদের সভাপ‌তি শ্রী অনিল কুমার দাস, সাধারণ সম্পাদক ইন্দ্র‌জিৎ দে, উপ‌জেলা ছাত্রলীগ সভাপ‌তি নজরুল ইসলাম প্রমুখ।

অন্যান্য সংবাদ