Skip to main content

এবার সৌদি সম্মেলন বয়কটের ঘোষণা ফ্রান্সের

মালিহা নেছা : সৌদি আরবের বিনিয়োগ সম্মেলন বয়কট করেছেন ফ্রান্সের অর্থমন্ত্রী ব্রুনো লি মায়ার। সাংবাদিক জামাল খাসোগজির হত্যাকা-ের ঘটনার পর ফ্রান্সের সরকারী মন্ত্রী ও ব্যবসায়ী কর্মকর্তারা সৌদি সম্মেলন থেকে নাম বাতিল করেছেন। লি মায়ার জানিয়েছেন, সৌদির কর্তৃপক্ষকে অবশ্যই ২অক্টোবর ইস্তাম্বুলে সৌদির দূতাবাসে জামাল খাসোগজি যাওয়ার পর কি ঘটেছে তা ব্যাখা করতে হবে। তুরস্কের কর্মকর্তা জানিয়েছেন, তারা বিশ^াস করেন ওয়াশিংটন পোষ্টের কলামিস্ট খাসোগজিকে সৌদির দূতাবাসের ভেতরে প্রিন্স মুহাম্মদ বিন সালমান হত্যা করিয়েছেন। কিন্তু সৌদি কর্তৃপক্ষ এ অভিযোগ অস্বীকার করে। সেনেট টিভির এক সাক্ষাৎকারে লি মায়ার জানিয়েছেন, ‘সৌদির বিরুদ্ধে অভিযোগ ভয়াবহ’ তাই আমি সম্মেলনে যাব না। এই সিদ্ধান্ত দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে হুমকির মুখে ফেলতে পারে কিনা তা জানতে চাইলে লি মায়ার বলেছেন, অবশ্যই না। রয়র্টাস