শিরোনাম
◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ১৯ অক্টোবর, ২০১৮, ১২:৩৫ দুপুর
আপডেট : ১৯ অক্টোবর, ২০১৮, ১২:৩৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাণিজ্যযুদ্ধ লাখো চাকরিকে ঝুঁকিতে ফেলেছে: বিশ্ব বাণিজ্য সংস্থার প্রধান

লিহান লিমা: ক্রমাগত বৃদ্ধি পাওয়া বাণিজ্য যুদ্ধ বৈশ্বিক অর্থনীতিকে হুমকির মুখে ফেলেছে। সেই সঙ্গে এর সঙ্গে সংশ্লিষ্ট লাখো চাকরি হুমকিতে বলে উদ্বেগ প্রকাশ করেছেন বিশ্ব বাণিজ্য সংস্থার প্রধান রবার্টো এজেভেদো।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের ওপর অন্যায্য বাণিজ্যের অভিযোগ তুলে বেইজিং থেকে আমদানিকৃত পণ্যে ওপর শুল্কারোপ করেন। এছাড়া ট্রাম্প ইউরোপিয় ইউনিয়ন ও প্রতিবেশি কানাডা ও মেক্সিকোর সঙ্গেও বাণিজ্য দ্বন্দ্বে লিপ্ত হন। এজেভেদো এই ইস্যুতে বিশ্বনেতাদের শুল্কারোপ, পাল্টা-শুল্কারোপ পদক্ষেপ না নিয়ে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের কথা জানান। তিনি বলেন, ধীরে ধীরে উত্তেজনা বৃদ্ধি পাওয়া সত্যিকারের ঝুঁকি হয়ে দাঁড়িয়েছে।

বিশ্ব বাণিজ্য সংস্থার অর্থনীতিবিদরা বলেন, আন্তর্জাতিক বাণিজ্য সহযোগিতা ভঙ্গুর হয়ে পড়ার ফলে শুল্কারোপ বাড়ছে। এটি শিল্প, শ্রমিক ও এর সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের জীবনযাত্রায় ব্যাঘাত ঘটাচ্ছে। তাদের নতুন বাস্তবতার সঙ্গে তাল মেলাতে হচ্ছে। এজেভেদো বলেন, ‘লাখো শ্রমিককে নতুন চাকরি খুঁজতে হচ্ছে, ফার্মগুলো নতুন পণ্য উৎপাদন ও বাজার ধরার দিকে মনোযোগ দিচ্ছে, সমাজ প্রবৃদ্ধির নতুন উৎস খুঁজছে।

এই সময় তিনি নভেম্বরে আর্জেন্টিনায় অনুষ্ঠিত হতে যাওয়া জি-২০ সম্মেলনে বিশ্বনেতাদের বাণিজ্য ইস্যুতে রাজনৈতিক সমাধানের আহ্বান জানান। স্ট্রেইট টাইমস।

  • সর্বশেষ
  • জনপ্রিয়