শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল

প্রকাশিত : ১৮ অক্টোবর, ২০১৮, ১১:২০ দুপুর
আপডেট : ১৮ অক্টোবর, ২০১৮, ১১:২০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইতিহাসের সবচেয়ে অদ্ভুত রান আউটের জন্ম দিলো পাকিস্তান!

স্পোর্টস ডেস্ক: ১৬০ রানে তখন পাকিস্তানের ৩ উইকেট। ক্রিজে নবাগত আসাদ শফিককে নিয়ে থিতু হওয়া আজহার আলী। বল হাতে সিডল। ৫২ ওভারে দ্বিতীয় বলটি করলেন অস্ট্রেলিয়ান এই ফাস্ট বোলার। একটু হাফ ভলি বল ব্যাটের কোণায় লেগে চলে যায় ডিপ মিড স্কয়ারে। বল গড়িয়ে থামে সীমানার একেবারে সামনে। সেখান থেকে বল কুড়িয়ে উইকেট রক্ষকের কাছে পাঠিয়ে দেন মিচেল স্টার্ক।
বল পেয়েই স্টাম্পে আঘাত করেন অজি উইকেটরক্ষক টিম পেইন। এদিকে চার হয়ে গেছে এমন মনে করে’ ক্রিজের মাঝখানে আয়েশিভাবে দাঁড়িয়ে ছিলেন আজহার-শফিক। আর আম্পায়ার আঙ্গুল তুলে ঈশারা দেন প্যাভিলিয়নে ফিরে যাওয়ার।

অদ্ভুতুড়ে এই রান আউটের পর সমালোচনার ঝড় চলছে টুইটারজুড়ে। আবুধাবিতে দ্বিতীয় টেস্টে মুখোমুখি হয়েছে পাকিস্তান-অস্ট্রেলিয়া। সিরিজের প্রথম ম্যাচটি ড্র হয়। শেষ ম্যাচের দ্বিতীয় দিন শেষে দুই দলের ২২টি উইকেটের পতন হয়েছে। দ্বিতীয় দিন শেষে সুবিধাজনক অবস্থানে রয়েছে পাকিস্তান। তাদের লিড নিয়ে ছিলো ২৮১ রানের।

দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে পাকিস্তানকে ২৮২ রানে অল আউট করে দিয়ে স্বস্তি নিয়ে নিজেরা ব্যাটিংয়ে নেমেছিল। অস্ট্রেলিয়ার স্বস্তিটা এখন আবারো অস্বস্তিতে রূপ নিয়েছে। প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে অজিরা গুটিয়ে গেছে মাত্র ১৪৫ রান করেই। বড় লিড নিয়ে দ্বিতীয় দিন আবারো ব্যাটিংয়ে নামে পাকিস্তান। দ্বিতীয় দিন শেষে পাকিস্তান ২ উইকেট হারিয়ে তুলেছে ১৪৪ রান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়