শিরোনাম
◈ ইরানের ইস্পাহানে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত ◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান

প্রকাশিত : ১৮ অক্টোবর, ২০১৮, ১১:৩৪ দুপুর
আপডেট : ১৮ অক্টোবর, ২০১৮, ১১:৩৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেরপুরে পল্লী কর্মসংস্থান কর্মসূচির চেক ও সনদ বিতরণ করলেন হুইপ আতিক

তপু হারুন, শেরপুর : শেরপুরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের জিওবি অর্থায়ানে পল্লী কমসংর্স্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচি-২ (আরইআরএমপি) শীর্ষক প্রকল্পের আওতায় শেরপুর সদর উপজেলায় ১৪টি ইউনিয়নে ১৪০জন দু:স্থ নারী কর্মীকে ৪ বছরের রাস্তা রক্ষণাবেক্ষণের কাজের–এককালীন প্রতিজনকে নগদ ৭৬ হাজার টাকার চেক বিতরণ করেন ।

বৃহস্পতিবার দুপুরে শেরপুর জেলা শিল্পকলা একাডেমিতে ১৪০ জনদু:স্থ নারী এ চেক বিতরণ করেন । চেক বিতরণ করেন প্রধান অতিথি শেরপুর জেলার গণমানুষের নেতা সংসদের মাননীয় হুইপ আতিউর রহমান আতিক । অনুষ্ঠানের সভাপতিত্বে করেন, শেরপুরের স্থানীয় প্রকৌশল অধিদপ্তর (এল.জি ই ডি) নির্বাহী প্রকৌশলী মো: সামসুদ্দিন আহাম্মেদ।

জানা যায়, হতদরিদ্র ১৪০ জন সাপ্তাহে ৬দিন সকাল ৮টা থেকে বেলা ২ ঘটিকা পর্যন্ত রাস্তায় কাজ করতো, এবং দৈনিক ১৫০টাকা মজুরির মধ্যে নগদ ১০০টাকা গ্রহণ করতো এবং ৫০ টাকা ব্যাংকে সঞ্চয়ী হিসেবে জমা রাখতো। ৪ বছরে লাভ সহ ৭৬ হাজার টাকা নগদে পায় বলে জানান। এছাড়া ১৪০জন দু:স্থ মহিলা ১০মাস সচেতনামূলক এবং ১৭মাস আয় বর্ধনমূলক কর্মকাণ্ডের প্রশিক্ষণ দেয়া হয় ।

অনুষ্ঠানে হতদরিদ্র নিয়ে জোরালো বক্তব্য রাখেন, শেরপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ভাতশালা ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম ,শেরপুর সদর উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান শামিম আরা বেগম-চরমোচারিয়া ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামীলীগের জাতীয় কমিটির সদস্য খোরশেদুজ্জামান ,শেরপুর চেম্বার অব কর্মাস এন্ড ইন্ড্রা: সিনিয়র সহসভাপতি ও ৬নং পাকুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব হায়দার আলী, বেতমারী-ঘুঘুরাকান্দী ইউনিয়নের চেয়াম্যান আব্দুল মজিদ (মজু) গাজীর খামার ইউনিয়নের চেয়ারম্যান মো: আওলাদ হোসেন । এবং অনুষ্ঠানের সঞ্চালনা করেন শেরপুর সদর উপজেলা প্রকৌশলী গালিব ইবনে সিদ্দিক প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়