শিরোনাম
◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক

প্রকাশিত : ১৮ অক্টোবর, ২০১৮, ১০:৩০ দুপুর
আপডেট : ১৮ অক্টোবর, ২০১৮, ১০:৩০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশের স্পিন মোকাবেলা করতে প্রস্তুত জিম্বাবুয়ে

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ দলের স্পিনাররা বিশ্বমানের এবং তাদের বিপক্ষে কঠিন পরীক্ষা দিতে হবে জিম্বাবুয়েকে। ওয়ানডে সিরিজ শুরুর পূর্বে কথাটি পরিষ্কার ভাবেই জানিয়ে দিয়েছেন সফরকারী দলের পেসার কাইল জার্ভিস।

তবে টাইগার স্পিনারদের বিপক্ষে সম্পূর্ণ প্রস্তুত হয়েই মাঠে নামবে জিম্বাবুয়ে। এমনকি কিভাবে মিরাজদের বিপক্ষে খেলবেন সেটা নিয়েও পরিকল্পনা সাজিয়েছেন তারা।

গতকাল মিরপুরে প্র্যাকটিস শেষে জার্ভিস বলেনম ‘অবশ্যই আপনি যখন বাংলাদেশে আসবেন তখনই আপনাকে টার্নিং পিচে বিশ্বমানের স্পিনারদের মুখোমুখি হতে হবে। আমাদের এই ব্যাপারটি মাথায় আছে এবং তাদের বিরুদ্ধে খেলার জন্য পরিকল্পনাও আছে।’

এদিকে ইনজুরির কারণে জিম্বাবুয়ে সিরিজে খেলা হচ্ছে না তামিম ইকবাল এবং সাকিব আল হাসানের। আর এই দুজনের অনুস্পস্থিতি জিম্বাবুয়ের জন্য ভালো বলে জানিয়েছেন জার্ভিস।

সেই সঙ্গে সাকিব আল হাসানকে বিশ্বসেরা বলে আখ্যায়িত করেছেন তিনি। সাকিবের বোলিংয়ের বিপক্ষেও পরীক্ষা দিতে হবেনা তাদের যেটাকে ইতিবাচক হিসেবেই দেখছেন এই পেসার।

‘অবশ্যই সাকিব এবং তামিম না থাকাটা আমাদের জন্য সুবিধার হবে। সাকিব বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার। সুতরাং এটি আমাদের জন্য ভাল।’

সিরিজ জয়ের প্রত্যাশা নিয়ে বাংলাদেশে আশা জিম্বাবুয়ে দলের এই পেসার আরও জানিয়েছেন, ইতিবাচক মনোভাব নিয়েই মাঠে নামবেন তারা। পরাজিত দল হিসেবে দেশে ফিরতে চায় না সফরকারীরা। ‘আমরা অবশ্যই এখানে এসেছি সিরিজটি জয়ের প্রত্যাশা নিয়ে। কেউই কোন সফরে গিয়ে পরাজিত হতে চায় না। আমাদের ইতিবাচক থাকতে হবে এবং সেভাবেই ক্রিকেট খেলতে হবে।’

এদিকে সিকান্দার রাজার মতো বড় মানের ক্রিকেটার দলে ফিরে আসায় বাড়তি আত্মবিশ্বাস পাচ্ছে জিম্বাবুয়ে। সব মিলিয়ে জানিয়েছেন, আসন্ন সিরিজে ভালো সুযোগ রয়েছে তাদের, ‘দক্ষিণ আফ্রিকা সফরটি ছিল অনেক কঠিন। তবে আমরা ইতিবাচক মাইন্ডসেট নিয়ে খেলতে এবং জিততে এসেছি। স্কোয়াডে রাজা ফিরেছে এটি অনেক বড় প্রাপ্তি। আমার মতে সিরিজে আমাদের ভাল সুযোগ রয়েছে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়