শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১৮ অক্টোবর, ২০১৮, ১০:০৪ দুপুর
আপডেট : ১৮ অক্টোবর, ২০১৮, ১০:০৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চলনবিলে ৩ বছরেও চালু হয়নি তাড়াশ ফায়ার সার্ভিস ষ্টেশন, ঘটছে দুর্ঘটনা

জাকির আকন, চলনবিল: তিন বছরেও চলনবিলে চালু হয়নি তাড়াশ ফায়ার সার্ভিস ষ্টেশনবিল: সিরাজগঞ্জের চলনবিলের তাড়াশ উপজেলা সদরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ষ্টেশনটি নির্মিত হওয়ার ২ বছর ১০ মাস অতিবাহিত হওয়ার পরেও চালু হয়নি। ফলে চলনবিল এলাকার অগ্নিকাণ্ডে সনাতন পদ্ধতিতে আগুন নেভাতে গিয়ে লক্ষ লক্ষ টাকার সম্পদ পুড়ে জনগণের আর্থিক ক্ষতি সাধিত হচ্ছে।

জানা যায়, ২০১৪ সালে প্রায় ১কোটি ৭০ লক্ষ টাকা ব্যয়ে চলনবিলের তাড়াশ উপজেলা সদরে হাসপাতাল মোড়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডেফেন্স ষ্টেশনটি নির্মাণ কাজ শেষ হয়। ২০১৫ সালের ডিসেম্বরে সার্ভিস স্টেশনটির নির্মাণ কাজ শেষ হয়। এর পরে ২ বছর ১০মাস পেরিয়ে গেলেও ষ্টেশনটি চালু হয়নি। কি কারণে ফায়ার সার্ভিস ষ্টেশনটি চালু হচ্ছে এলাকাবাসি তা জানতে পারেনি।

সম্প্রতি উপজেলা শহরের গাজী প্লাজায় যমুনা ইলেকট্রনিক্স শোরুমে অগ্নিকাণ্ডে ফ্রিজ ও ইলেকট্রনিক সামগ্রী পুড়েগেছে। যমুনা ইলেকট্রনিক্স শোরুমের পরিবেশক তুহিন সরকার বলেন গুদামে আগুন ধরে ছয়টি ফ্রিজ পুড়ে গেছে তবে তাৎক্ষণিক লোকজন না দেখলে আরো ক্ষতি হতো। এছাড়া গত কয়েকমাসে তাড়াশ সদর বাজারসহ ধাপতেতুলিয়া, কুন্দইল, বারুহাস সহকয়েকটি গ্রামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং এই সব অগ্নিকাণ্ডে সনাতন পদ্ধতিতে আগুন নেভাতে গিয়ে অনেক সম্পদের ক্ষতি সাধিত হয়েছে।অগ্নিকাণ্ড থেকে পরিত্রাণে ফায়ার সার্ভিস ষ্টেশনটি চালু হওয়া খুব জরুরি।

এ বিষয়ে গণপূর্ত বিভাগের সিরাজগঞ্জ অফিসের প্রধান সহকারী মো. হাসানুজ্জামান জানান, দাপ্তরিক কিছু কাজ বাকি থাকায় ফায়ার সার্ভিস ষ্টেশনটি চালু করা সম্ভব হয়নি ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়