Skip to main content

বি.চৌধুরীর বাসায় ন্যাপ ও এনডিপি‘র নেতাদের সাক্ষাৎ

শিমুল মাহমুদ: জোট ছেড়ে আসা বাংলাদেশ ন্যাপ ও এনডিপি’র নেতারা বিকল্পধারার প্রেসিডেন্ট বদরুদ্দোজা চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন। বৃহস্পতিবার বিকাল সাড়ে চারটায় বি.চৌধুরীর বারিধারার বাসায় যাবেন দুই দলের নেতারা। আমাদের সময় ডটকম কে বিষয়টি নিশ্চিত করেছেন ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা ভুঁইয়া। কী বিষয়ে আলোচনা করতে যাচ্ছেন সে সম্পর্কে তিনি কিছু জানাননি। ছয় বছর আগে গড়া ২০ দলীয় জোটের সঙ্গে দুই শরিকের সম্পর্ক ছিন্ন করাকে ভুল বুঝাবুঝি হিসেবে দেখছে বিএনপি। গত মঙ্গলবার ছয় বছর ধরে বিএনপি জোটে থাকা ন্যাপ ও এনডিপি ২০ দলীয় জোট ছাড়ার ঘোষণা দেয়। তবে তাদের একটি ভগ্নাংশ এখনও বিএনপিতে রয়ে গেছে। এজন্য বিএনপি দাবি করছে তাদের জোট এখনও ভাঙেনি। ভুল ভাঙলে দুই দল আবার জোটে ফিরবে বলেও আশা করছে জোটের প্রধান শরিক।