Skip to main content

চীনের সুপারসনিক ক্ষেপণাস্ত্র কিনছে পাকিস্তান

চীনের সুপারসনিক ক্ষেপণাস্ত্র কিনছে পাকিস্তান
আব্দুর রাজ্জাক: সামরিক সক্ষমতার দৌড়ে ক্ষেপণাস্ত্র ব্যবস্থা জোরদার করছে পাকিস্তান। এবার তারা চীনের সুপারসনিক ক্ষেপণাস্ত্র কিনতে যাচ্ছে। জানা গেছে, বেইজিং নির্মিত এই ক্ষেপণাস্ত্রগুলো ভারত-রাশিয়ার যৌথ প্রচেষ্টায় বানানো ‘ব্রাহমোস’র চেয়েও বেশি শক্তিশালী বলে দাবি করা হয়। বুধবার চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে জানানো হয়, সুপারসনিক ক্ষেপণাস্ত্রগুলো চীনের নিজস্ব প্রযুক্তিতে তৈরি। সোমবার এই অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রগুলো সফলভাবে পরীক্ষাও করা হয়েছে। খুব শীগগিরই এই ক্ষেপণাস্ত্রগুলো চীনের সব সময়ের মিত্র পাকিস্তান কিনতে যাচ্ছে বলেও জানায় গ্লোবাল টাইমস। দক্ষিণাঞ্চলীয় চীনের ব্ল্যাসটিং কোম্পানি গুয়াংডং হোংদা জানায়, নতুন প্রজন্মের এই এইচডি-১ ক্ষেপণাস্ত্রটি তৈরিতে তারা স্বাধীনভাবে বিনিয়োগ করেছে। এই ক্ষেপণাস্ত্রটি বর্তমান সময়ের সবচেয়ে দ্রুতগামী ও দূরে আঘাত হানতে সক্ষম। এমনকি এতে জ্বালানিও সবচেয়ে কম খরচ হয় বলে ওয়েই দংজু নামে একজন চীনা সামরিক বিশ্লেষক জানান। ইয়ন নিউজ। সম্পাদনা : সালেহ্ বিপ্লব

অন্যান্য সংবাদ