শিরোনাম
◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী 

প্রকাশিত : ১৮ অক্টোবর, ২০১৮, ০৭:২৪ সকাল
আপডেট : ১৮ অক্টোবর, ২০১৮, ০৭:২৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আ. লীগ করতে কখনো কখনো অসুবিধা হয় : কাদের সিদ্দিকী (ভিডিও)

হ্যাপি আক্তার : ‘আওয়ামী লীগ করা যায় না, এটি ঠিক না। তবে আওয়ামী লীগ করতে অসুবিধা হয় কখনো কখনো, এ কথাটিও সত্য।’ ইনডিপেনডেন্ট টেলিভিশনে ‘আজকের বাংলাদেশ’ টকশোতে এ কথা বলেছেন, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী। তিনি বলেন, ‘আওয়ামী লীগ আমাকে দল থেকে বের করতে পারেনি। আমি নিজেই দল থেকে অব্যহতি দিয়েছি।’

বঙ্গবীর বলেন, ‘আমি যখন জাতীয় সংসদ ত্যাগ করতে পেরেছি, তখন মনে হয়েছে আওয়ামী লীগও ত্যাগ করা উচিত। তাই তারা বলতে চেষ্টা করেছে, আমরা কাদের সিদ্দিকীকে দল থেকে অব্যাহতি দিলাম। তার অনেক আগেই আমি তাদের কাছে অব্যাহতি পত্র পাঠিয়ে দিয়েছিলাম।’

এই সময়ের আওয়ামী লীগ করছি না, এ কথা উল্লেখ করে তিনি বলেন; ‘আমি করেছি বঙ্গবন্ধু ও মওলানা ভাসানীর আওয়ামী লীগ।’

জাতীয় ঐক্য ফ্রন্ট নিয়ে তিনি বলেন, ‘বিএনপি ও আওয়ামী লীগ থেকে সমদূরত্বে থেকে একটি জাতীয় ঐক্য তৈরি করতে হবে। যদি দরকার হয় তখন আওয়ামী লীগ বা বিএনপিকে নেবেন। বিএনপি-আওয়ামী লীগ সবাই যদি আসেন, তাহলে এর মাধ্যমেই একটি জাতীয় ঐক্য হয়ে যেতে পারে।’

কাদের সিদ্দিকী বলেন, ‘জাতীয় ঐক্যের কারণে ড. কামাল হোসেনের সাথে সম্পর্কের বিন্দুমাত্রও অবনতি বা দূরত্ব হয়নি।’ সম্পাদনা : সালেহ্ বিপ্লব

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়