Skip to main content

ব্রেক্সিট চুক্তি এখনো সম্ভব : থেরেসা মে

আব্দুর রাজ্জাক : বৃটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে মনে করেন, ব্রেক্সিট নিয়ে সমঝোতা এখনো সম্ভব। বুধবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসের বৈঠক শেষে থেরেসা এ সম্ভাবনার কথা জানান। যদিও ইইউ নেতাদের সাথে বৈঠকে সম্ভাবনার চেয়ে সমস্যাই বেশি পরিলক্ষিত হয়েছে। বিবিসি জানায়, বুধবার ইইউ’র ২৮ সদস্য রাষ্ট্রের প্রতিনিধিরা বৈঠকে বসেন। বৈঠক শেষে ডিনারে অংশ নেন ২৭ জন, সেখানে থেরেসা মে ছিলেন না। ডিনারের আগে থেরেসা মে প্রায় ১৫ মিনিট কথা বলেন বাকি ২৭ সদস্যের সাথে। সেখানে আবারো তিনি নিশ্চিত করেন যে, একটি সুষ্ঠু চুক্তির সম্ভাবনা এখনো রয়েছে। উল্লেখ্য, ১৭ অক্টোবরের বৈঠকে কোন সমাধান না আসলেও উত্তর আয়ারল্যান্ড সীমান্ত ইস্যুতে অগ্রগতির কিছু সম্ভাবনা দেখা দিয়েছে। প্রস্তাবিত ২১ মাসের চুক্তির মেয়াদ আরো বাড়ানো হতে পারে বলে মে জানান। সম্ভাব্য ব্রেক্সিটের কারণে উত্তর আয়ারল্যান্ডের সাথে আয়ারল্যান্ডের সীমান্ত বাণিজ্য ও আদান-প্রদান নিয়ে ব্রিটেনের সাথে ইইউ’র সমঝোতাই ভেস্তে যেতে বসেছে। রয়টার্স। সম্পাদনা : সালেহ্ বিপ্লব

অন্যান্য সংবাদ