Skip to main content

আইয়ুব বাচ্চুর মৃত্যুতে এরশাদের শোক

মো. ইউসুফ আলী বাচ্চু: দেশবরেণ্য সঙ্গীতশিল্পী আইয়ুব বাচ্চুর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সাবেক রাষ্ট্রপতি জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। বৃহস্পতিবার এক শোক বার্তায় সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ প্রয়াত শিল্পীর আত্মার শান্তি কামনা করেন। পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান । শোকবার্তায় সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ বলেন, আইয়ুব বাচ্চুর মৃত্যুতে দেশের সঙ্গীতাঙ্গনে অপূরনীয় ক্ষতি হলো। আইয়ুব বাচ্চুর মৃত্যুতে সাংস্কৃতিক অঙ্গনে যে শুন্যতা সৃষ্টি হয়েছে, তা সহসাই পূরণ হবার নয়। তিনি বলেন, সুরের ভুবনে আইয়ুব বাচ্চু’র অবদান দেশবাসী আজীবন স্মরণে রাখবে।

অন্যান্য সংবাদ