শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ১৮ অক্টোবর, ২০১৮, ০৬:৩৬ সকাল
আপডেট : ১৮ অক্টোবর, ২০১৮, ০৬:৩৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

না ফেরার দেশে আইয়ুব বাচ্চু, সোশ্যাল মিডিয়ায় শোকের ছায়া

আবু সুফিয়ান রতন: গিটার জাদুকর আইয়ুব বাচ্চু চলে গেলেন না ফেরার দেশে। আজ বৃহস্পতিবার সকালে তিনি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সকাল ৯টা ৫৫ মিনিটে ঢাকার স্কয়ার হাসপাতালের চিকিৎসকেরা তার মৃত্যুর কথা ঘোষণা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর।

আইয়ুব বাচ্চুর মৃত্যুর খবর অনেকেই মেনে নিতে পারছেন না। খবরটি ছড়িয়ে যেতেই তার অগণিত ভক্তদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। সোশ্যাল মিডিয়ায় লিখে চলেছেন শোক গাথা।

বরেণ্য সঙ্গীতশিল্পী আহমেদ ইমতিয়াজ বুলবুল লিখেছেন, ‘আইয়ুব বাচ্চু নাই। এ কথা কিছুতেই মানতে পারছি না, খুব কষ্ট হচ্ছে, সত্যি মেনে নিতে।’

নির্মাতা চয়নিকা চৌধুরী লিখেছেন, ‘আইয়ুব বাচ্চু ভাই আর নেই। মনে হলো ভুল কিছু শুনলাম।’

নাট্যকার ও নির্দেশক বাকাল বকুল লিখেছেন, ‘চলে গেলে রূপালী গিটার ছেড়ে, রেখে দিলাম অশ্রু গোপন করে।’

চঞ্চল চৌধুরী লিখেছেন, ‘চলে গেলেন আইয়ুব বাচ্চু ভাই। শ্রদ্ধা।’ এই পোস্টের সঙ্গে আইয়ুব বাচ্চুর বেশ কিছু ছবি শেয়ার করেছেন এই অভিনেতা।

নির্মাতা আনজাম মাসুদ লিখেছেন, ‘যেদিন জেনেছিলেন আমি বাবা-মার একমাত্র সন্তান। আমার কোনো ভাই-বোন নেই, সেদিন বলেছিলেন, আমি আপনার ব্রাদার। সেই থেকে আমার আপনার পারস্পারিক সম্বোধন ছিল ‘ব্রাদার’। আমি তো একা হয়ে গেলাম ‘ব্রাদার’।’

সঙ্গীতশিল্পী শর্মিলা সিনহা লিখেছেন, ‘জীবনের অনেক আয়োজন এখনও বাকি। এখনই কেন, শিল্পী! একেবারেই চলে যাবেন না, বসে থাকুন দরজার ওপাশে। হায়! ফেরারি মন, ফেরারি জীবন! বিদায়।’

এছাড়াও শেষ বিদায় জানাতে স্কায়ার হাসাপাতালে যান, কুমার বিশ্বজীত, হানিফ সংকেত, ফকির আলমগীর, নাসির উদ্দীন ইউসুফ বাচ্চু, এন্ডু কিশোর, মানাম আরও অনেকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়