Skip to main content

সৌদির সাফাই নয়, সত্য উন্মোচনের চেষ্টা করছি: ট্রাম্প

আব্দুর রাজ্জাক: সৌদি আরবের ভিন্নমতালম্বী সাংবাদিক জামাল খাসোগজির অন্তর্ধান নিয়ে চলছে অভিযোগ-অনুযোগ এবং দায় স্বীকার-অস্বীকার নিয়ে চরম বিতর্ক। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন, এই রহস্য নিয়ে সৌদির সাফাই নয় বরং সত্যতা উম্মোচনের চেষ্টা হচ্ছে। যদিও ইতোমধ্যেই ট্রাম্প বিবৃতি দিয়েছেন, এই ঘটনার সাথে সৌদি জড়িত নয়; বরং দুর্বৃত্তরাই তাকে হত্যা করে থাকতে পারে। বুধবার ট্রাম্প বলেন, ‘আমি খাসোগজির সম্ভাব্য হত্যা নিয়ে ওয়াশিংটনের দীর্ঘদিনের মিত্র রিয়াদের সাফাই গাইছি না তবে স্বল্প সময়ে মধ্যে এ সম্পর্কে আমার বিস্তারিত জানা উচিত। আমি আদৌ তাদের বাঁচানোর চেষ্টা করছি না বরং খুঁজে বের করার চেষ্টা করছি যে, আসলেই তার সাথে কী ঘটেছিলো। তবে খুব শীঘ্রই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও সৌদিও তুরস্কের নেতাদের সাথে বৈঠক শেষে ওয়াশিংটনে ফিরবেন। তার কাছে বিস্তারিত জেনে আমরা প্রকৃত ঘটনার আলোকে অবস্থান নেবো। সম্পাদনা : সালেহ্ বিপ্লব উল্লেখ্য, ওয়াশিংটন পোস্টের সাংবাদিক খাসোগজিকে ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটের ভেতর হত্যা করা হয়েছে। এমনকি সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের ইশারায় তার অঙ্গচ্ছেদ করা হয়েছে বলে তুরস্কের সরকার সমর্থিত সংবাদমাধ্যমগুলো জানিয়েছে। ইয়ন নিউজ

অন্যান্য সংবাদ