Skip to main content

জীবননগর পৌর মেয়র পরিদর্শন করলেন বিভিন্ন পূজামণ্ডপ

জীবননগর পৌর মেয়র পরিদর্শন করলেন বিভিন্ন পূজামণ্ডপ
জামাল হোসেন খোকন : জীবননগর পৌর সভার মেয়র জাহাঙ্গীর আলম বুধবার সন্ধ্যায় পৌর এলাকার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এসময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের সাথে কুশল বিনিময় করেন। তিনি পূজামণ্ডপ পরিদর্শনকালে পূজা উদযাপন কমিটির পক্ষ থেকে তাকে ফুলের শুভেচ্ছা দেওয়া হয়। পৌর মেয়র শারদীয় দুর্গাপূজার ব্যাপারে সার্বিক খোঁজখবর নেন এবং নগদ অর্থ প্রদানসহ অসহায় নারী পুরুষদের মাঝে বস্ত্র বিতরণ করেন। পূজামণ্ডপ পরিদর্শনকালে তার সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন, সীমান্ত ইউনিয়ন আ’লীগের সভাপতি হাজী আব্দুল মালেক মোল্লা, যুবলীগ নেতা মজিবর রহমান, বন্ধু রক্তদান কেন্দ্রের সভাপতি সামিউল ইসলাম অভি, সহ-সভাপতি শুভ প্রমুখ।