শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১৮ অক্টোবর, ২০১৮, ০৭:৫৬ সকাল
আপডেট : ১৮ অক্টোবর, ২০১৮, ০৭:৫৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মেয়েদের মাঠে প্রবেশ ‘পাপ’!

ডেস্ক রিপোর্ট :  মাঠে বসে মেয়েদের খেলা দেখাকে ‘পাপ’ মনে করেন ইরানের প্রসিকিউটর জেনারেল মোহাম্মদ জাফর মন্টাজেরি। বুধবার দেশটির রক্ষণশীল ঘরানার এক সংবাদমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, মেয়েরা মাঠে খেলা দেখতে গিয়ে পাপের পথে যাচ্ছে।

মঙ্গলবার বলিভিয়ার বিপক্ষে ইরানের ফুটবল ম্যাচ দেখার সুযোগ পেয়েছিলেন দেশটির ১০০জন নারী। ধর্মীয়ভাবে অত্যন্ত কঠোর দেশটিতে যা ছিল বিরল এক পদক্ষেপ!

সরকারের এমন পদক্ষেপের কড়া সমালোচনা করেন মন্টাজেরি, ‘গতকাল আজাদি স্টেডিয়ামে মেয়েদের খেলা দেখতে যাওয়ার বিষয়টি আমার মোটেও ভালো লাগেনি। আমাদের দেশ একটি মুসলিম রাষ্ট্র। আমরা হলাম মুসলিম।’

‘ভবিষ্যতে যখন আবার এ ধরনের সিদ্ধান্ত নেয়া হবে, তখন আমরা এর বিরুদ্ধে অবস্থান নেবো। যখন মহিলারা মাঠে যায় আর ক্রীড়া পোশাকে অর্ধনগ্ন পুরুষদের দেখে, এটা তখন তাদের পাপের দিকে প্ররোচিত করে।’ সংবাদ মাধ্যম মাহেরকে এমনটাই বলেছেন মন্টাজেরি।

১৯৭৯ সালে ইসলামিক বিপ্লবের পর থেকে পুরুষদের খেলা দেখতে নারীদের মাঠে যাওয়া সম্পূর্ণরূপে নিষেধ ইরানে। কেবলমাত্র নারীদের ম্যাচ দেখার অনুমতি আছে তাদের। মুখমণ্ডল ছাড়া দেহের অন্য অংশ দেখাকেও অপরাধ রূপে গণ্য করা হয় সেখানে।

আগামী ২৩ নভেম্বর এএফসি চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল ম্যাচও মাঠে বসে দেখার অনুমতি পেয়েছেন দেশটির কিছুসংখ্যক নারী সমর্থক। আর এমনটা ঘটলে কঠোর ব্যবস্থা নেয়ার হুমকি দিয়েছেন ইরানীয়ান প্রসিকিউটর, ‘আবার যদি এমনটা ঘটে তাহলে আমি ইরানি প্রসিকিউটর দপ্তরকে কঠোর আইনি ব্যবস্থা নিয়ে অনুরোধ জানাব।’   চ্যানেল আই

  • সর্বশেষ
  • জনপ্রিয়