শিরোনাম
◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ পাগলা মসজিদের দানবাক্সে এবার ২৭ বস্তা টাকা, গণনা চলছে ◈ তীব্র তাপপ্রবাহ, শিক্ষাপ্রতিষ্ঠান আরও ৭ দিন বন্ধের দাবি ◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক

প্রকাশিত : ১৮ অক্টোবর, ২০১৮, ০৬:৫৯ সকাল
আপডেট : ১৮ অক্টোবর, ২০১৮, ০৬:৫৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘কুছ কুছ হোতা হ্যায়’ সিনেমার অজানা তথ্য

আরটিভি অনলাইন : বলিউড ইতিহাসে অন্যতম সুপারহিট ছবি ‘কুছ কুছ হোতা হ্যায়’। শাহরুখ-কাজল-রানী মুখার্জি অভিনীত ছবিটি এখনো অনেকের হৃদয়ে জায়গা দখল করে আছে। ভারতীয় সংবাদ মাধ্যমের সূত্রে জেনে নেয়া যাক ছবিটির অজানা কিছু তথ্য।

ছবিটিতে রানী মুখার্জি নয়, টিনার চরিত্রের জন্য পরিচালক করণ জোহরের প্রথম পছন্দ ছিলেন টুইঙ্কেল খান্না। আর টুইঙ্কেলের ডাক নাম ছিল টিনা, যেটা ছবিতেও একই রেখে দিয়েছিলেন করণ। কিন্তু টুইঙ্কেল সেই অফার ফিরিয়ে দিয়েছিলেন। আর তার পরই শাহরুখের পরামর্শে রানীকে নেয়া হয় ছবিতে।

এই ছবির শুটিংয়ের সময় রানী মুখার্জির বয়স ছিল ১৯ বছর। রানীর কণ্ঠ তেমন পছন্দ করেননি পরিচালক। এজন্য ছবিটিতে ডাবিং করতে চেয়েছিলেন। কিন্তু পরবর্তীতে রানীর কণ্ঠই ব্যবহার করা হয়।

ছবিটিতে ছোট্ট অঞ্জলি অর্থাৎ শাহরুখের মেয়ের চরিত্রে যাকে দেখা গিয়েছিল, সেই সানা সাঈদ ছবিতে গ্লিসারিন ব্যবহার করতে চাননি। আর তাই সানাকে কাঁদানোর জন্য নানারকম ফন্দি আঁটতে হত পরিচালক করণকে।

‘তুম পাস আয়ে’ গানটির টিউন তৈরি করেছিলেন অভিনেতা যুগল হংসরাজ। আর তা তৈরি করেই শুনিয়েছিলেন করণকে। পরিচালক করণের সেটা ভীষণ পছন্দ হয়েছিল। সেই গানই কয়েকদিনের মধ্যে সুপার ডুপার হিট হয়ে যায়।

বাস্কেট বল খেলার দৃশ্যগুলোতে জাম্প করার জন্য ট্রাম্পোলাইনের ব্যবহার করতে হত শাহরুখ ও কাজলকে। ‘কোই মিল গ্যায়া’ গানটিতে শাহরুখ যে পোলো স্পোর্টের টি-শার্টটি পরেছিলেন তার দাম সে সময়েই ছিল প্রায় ৫,৫০০ রুপি। এমন দামি টি-শার্ট কেনার জন্য পরিচালকের বকুনিও খেয়েছিলেন ডিজাইনার মণীশ মালহোত্রা।

ছবিটি দেখার পর পছন্দ হয়নি শাহরুখের। শেষের দৃশ্যগুলো এত দুঃখের হওয়ার কারণেই মূলত তা অপছন্দ হয়েছিল শাহরুখের। তবে শাহরুখের অভিনয় দেখে ভক্ত মুগ্ধ হয়েছিলেন সুস্মিতা সেন।

টিনা অর্থাৎ রানি মুখার্জির মৃত্যুর গল্প প্রথমে ছবির স্ক্রিপ্টে ছিল না। পরে কাজলের মাথা থেকে এই আইডিয়া আসে। কাজলের সেই আইডিয়া খুব পছন্দ হয়ে যায় করণ জোহরের। মণীশ মালহোত্রা, ফারাহ খান, কোরিওগ্রাফার গীতা কাপুর এবং পরিচালক নিখিল আডবাণী এমনকি করণ জোহরের মা হিরু জোহরকেও ‘কুছ কুছ হোতা হ্যায়’ ছোট দৃশ্যে হাজির হতে দেখা গিয়েছে।

আমানের চরিত্রটির অফার প্রথমে গিয়েছিল সাইফ আলী খানের কাছে। কিন্তু সেই অফার ফিরিয়ে দেন সাইফ। তার পরে করণ জোহরের বাড়িতে একটি অনুষ্ঠানে সালমান এসেছিলেন। তখনই সালমানকে আমানের চরিত্রে অভিনয়ের প্রস্তাব দেন করণ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়