শিরোনাম
◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল

প্রকাশিত : ১৮ অক্টোবর, ২০১৮, ০৫:১৮ সকাল
আপডেট : ১৮ অক্টোবর, ২০১৮, ০৫:১৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে ভর্তিতে বর্ণ-বৈষম্যের অভিযোগে মামলা

নূর মাজিদ : হার্ভার্ডের মতো নামজাদা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের সুযোগ পাওয়া ভাগ্যের বিষয়। তবে আপনি যদি বর্তমান সময়ে একজন এশিয় বংশোদ্ভ’ত আমেরিকান নাগরিক হিসেবে হার্ভার্ডে ভর্তি হতে চান সেইক্ষেত্রে আপনাকে দুর্ভাগ্যের সম্মুখীন হতে হবে। এশিয়-আমেরিকান নাগরিকদের নাকি ইচ্ছে করেই কম ভর্তি করছে হার্ভার্ড। এই অভিযোগে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে মামলা দায়ের করেছে এমন বৈষম্যের শিকার পরীক্ষার্থীরা। গত সোমবার থেকে এই মামলার শুনানি শুরু করেছে মার্কিন সুপ্রিম কোর্ট। আল জাজিরা জানায়, হার্ভার্ডের সামগ্রিক ভর্তি প্রক্রিয়ায় একজন শিক্ষার্থীর ব্যক্তিত্ব নিয়েও মুল্যায়ন করার ব্যবস্থা রয়েছে । এই ব্যবস্থার মাধ্যমে এশিয় বংশোদ্ভূত আমেরিকান নাগরিকদের ব্যক্তিত্বের মুল্যায়নে কম নাম্বার দেয় হার্ভার্ড। মূলত, দক্ষিণপূর্ব এবং পূর্ব এশিয়ার বিভিন্ন দেশের নৃতাত্ত্বিক বৈশিষ্ট্যস¤পন্ন পরীক্ষার্থীরা এই ব্যবস্থায় সবচাইতে বেশি বৈষম্যের শিকার। ভর্তি হওয়ার পর এশিয়-আমেরিকান শিক্ষার্থীরা সকল ক্ষেত্রে ভালো ফলাফল করলেও এই বৈষম্যমূলক ব্যবস্থা বছরের পর বছর ধরে চালু রেখেছে হার্ভার্ড।

তবে এই আইনিপ্রক্রিয়ায় নিজেদের বিরুদ্ধে নানা অভিযোগ অস্বীকার করেছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় কত্রিপক্ষ। তাদের দাবি, বিভিন্ন জাতিগোষ্ঠী থেকে উঠে আসা শিক্ষার্থীদের সঙ্খ্যার সমতা বজায় রাখতেই এই ব্যবস্থা কার্যকর ভ’মিকা পালন করে। তবে আইনি অভিযোগে বলা হয়, শ্বেতাঙ্গ এবং ভারতীয় শিক্ষার্থীদের ভর্তির ক্ষেত্রে এই ব্যবস্থার প্রয়োগ যথেষ্ট শিথিল। বর্তমানে মাত্র ২০ শতাংশ আন্ডারগ্রাজুয়েট এশিয়ান-আমেরিকান ছাত্র হার্ভার্ডে অধ্যয়ন করছেন। বাকিদের মাঝে শ্বেতাঙ্গ এবং ভারতীয়রাই অধিক সুবিধাপ্রাপ্ত হয়ে ভর্তির সুযোগ পেয়েছেন।

এই ক্ষেত্রে ট্রা¤প প্রশাসন অবশ্য এশিয়-আমেরিকান ছাত্রদের পক্ষেই অবস্থান নিয়েছে। মার্কিন প্রশাসন সাফ জানিয়েছে, শুধু বংশ পরিচয়ের কারণে কোন আমেরিকান নাগরিক শিক্ষার অধিকার বঞ্চিত এটি সমর্থনযোগ্য নয়। তবে এই বিষয়ে চুরান্ত সিদ্ধান্ত গ্রহণ করার এক্তিয়ার রয়েছে কেবল মার্কিন আদালতের। চলতি সপ্তাহেই এই বিষয়ে নিজেদের রায় ঘোষণা করতে পারেন মার্কিন বিচারকগণ। এই রায়ের ওপরই নির্ভর করছে যুক্তরাষ্ট্রের অন্যান্য বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলির ভর্তি প্রক্রিয়ায় বর্ণবাদি নীতি প্রত্যাহারের বিষয়টি। আল জাজিরা/টাইম

  • সর্বশেষ
  • জনপ্রিয়