শিরোনাম
◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ১৮ অক্টোবর, ২০১৮, ০৪:৫০ সকাল
আপডেট : ১৮ অক্টোবর, ২০১৮, ০৪:৫০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বের অর্ধেকের বেশি মানুষ দিনে সাড়ে ৫ ডলারের কম অর্থে দিন কাটায়: বিশ্বব্যাংক

আসিফুজ্জামান পৃথিল : বিশ্বে হতদরিদ্রের সংখ্যা কমলেও এখনও বিশ্বের অর্ধেক মানুষ সাড়ে ৫ ডলারের কম অর্থে দিন যাপন করে। এদিকে একই সঙ্গে ধনী দেশগুলোতে বৃদ্ধি পাচ্ছে দরিদ্র মানুষের সংখ্যা। বুধবার বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

দ্বি-বার্ষিক এ প্রতিবেদনে বিশ্বব্যাংক সামগ্রিক দারিদ্রতার ওপরে আলোকপাত করেছে। একই সঙ্গে তারা এও জানিয়েছে গত ২ বছরে বিশ্বজুড়ে কমেছে হতদরিদ্রের সংখ্যা। যে সকল ব্যাক্তি দৈনিক ১.৯০ ডলারের নিচে আয় করে তাদের হতদরিদ্র বিবেচনা করা যায়। রিপোর্টটি বলছে এখনও বিশ্বে দরিদ্রের সংখ্যা গ্রহণযোগ্য নয়। এছাড়াও বিভিন্ন দেশে অর্থনৈতিক প্রবৃদ্ধির মধ্যে বড় রকমের বৈষম্য রয়েছে।

যদিও গত কয়েকবছরে বিশ্বের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার শ্লথ এরপরেও ২০১৩ থেকে ১৫ সালের মধ্যে বিশ্বে ৬ কোটি ৮০ লাখ দরিদ্র মানুষ কমেছে। যা যুক্তরাজ্য কিংবা থাইল্যান্ডের জনসংখ্যার সমান। তবে উন্নতি সত্ত্ওে রিপোর্টটি বলছে বিশ্বব্যাংকের ২০৩০ সালের মধ্যে বিশ্বব্যাপি দরিদ্র মানুষ কমিয়ে ৩ শতাংশে নামানোর পরিকল্পনা বাস্তবায়িত নাও হতে পারে।

১৯৯০ থেকে ২০১৫ সাল পর্যন্ত ২৫ বছরে বিশ্বে দরিদ্র মানুষের সংখ্যা ৬৭ থেকে ৪৬ শতাংশে নেমে এসেছে। চীনের অর্থনৈতিক বিপ্লবের সুবাদে পূর্ব এশিয়া এবং এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে দারিদ্র ৬০ পয়েন্ট কমে ৩৫ শতাংশে দাঁড়িয়েছে। এদিকে আফ্রিকার সাব-সাহারান অঞ্চলে এখনও ৮৪.৫ শতাংশ মানুষ দিনে সাড়ে ৫ ডলারের নিচে আয় করে। বিশ্বের ৬০ শতাংশ মানুষই স্বল্প আয়ের দেশগুলোতে বসবাস করে। এএফপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়