Skip to main content

অস্ট্রেলিয়ায় ৫৮ বিলুপ্তপ্রায় পেঙ্গুইনকে রহস্যজনকভাবে গলা ছিড়ে হত্যা

আসিফুজ্জামান পৃথিল : অস্ট্রেলিয়ায় রহস্যজনকভাবে মৃত ৫৮টি ‘ফেয়রি পেঙ্গুইনের’ দেহ আবিষ্কার করা হয়েছে। পেঙ্গুইনগুলোর দেহ থেকে বিভৎসভাবে গলা বিচ্ছিন্ন করা ছিলো। বুধবার দেহগুলো আবিস্কারের ঘোষণা দিয়েছে দক্ষিণ অস্ট্রেলিয়ার বন্যপ্রানী কর্তৃপক্ষ বুধবার দেহপ্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেছে। কর্তৃপক্ষের ধারণা এ ঘটনার পেছনে দায়ী কুকুর। ফেয়রি পেঙ্গুইন বিশ্বের ক্ষুদ্রতম পেঙ্গুইন প্রজাতি। তাসপানিয়ার একটি বেলাভ’মিতে মৃতদেহগুলো পাওয়া যায়। তাসপানিয়ার পার্ক, পানি এবং পরিবেশ বিভাগ এক বিবৃতিতে বলেছে, ‘আমরা সকল কুকুর মালিকদের বলবো নিজেদের কুকুরের ওপর নজর রাখতে। কারণ একটি কুকুর স্বল্প সময়ের মধ্যে অনেক পেঙ্গুইনের ক্ষতি করতে সক্ষম।’ মাত্র মাস খানেক আগে পাশেরই একটি সৈকতে এরকমই একটি ঘটনা ঘটেছিলো। সেখানেও একই অবস্থায় বেশ কিছু পেঙ্গুইন পাওয়া যায়। এ ঘটনার পেছনেও কুকুরদের দায়ী করা হয়েছিলো। তাসমানিয়ার সরকারি কর্তৃপক্ষটি বিবৃতিতে আরো বলেছে, ‘বণ্যজীবনের বেআইনিভাবে ক্ষতির প্রতিটি প্রতিবেদন আমাদের দপ্তর গুরুত্বের সঙ্গে বিবেচনা করে।’ ফেয়রি পেঙ্গুইনের আকার হয় সর্বোচ্চ ১ ফুট পর্যন্ত। তারা ২৪ বছর পর্যন্ত বাঁচতে পারে। এগুলোকে শুধুই দক্ষিণ অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে পাওয়া যায়। তাসমানিয়ায় এ প্রজাতির পেঙ্গুইনের অর্ধেকের বাস। গাড়ির সংখ্যা বৃদ্ধি, গৃহপালিত পশুর আক্রমণ এবং শহর সম্প্রসারণের কারণে এ ধরণের পেঙ্গুইনের পুরো প্রজাতিই ঝুঁকিতে রয়েছে। এএফপি

অন্যান্য সংবাদ