Skip to main content

চীনে স্থানীয় সরকারের ৬ লাখ কোটি ডলার গোপন দেনা!

আসিফুজ্জামান পৃথিল : চীনে স্থানীয় সরকারগুলোর গোপন দেনা দাঁড়াতে পারে ৬ লাখ কোটি ডলার! এর ফলে দেশটির দেনা এবং জিডিপির অনুপাত বিপজ্জনক অবস্থায় পৌঁছে গেছে। মঙ্গলবার একটি প্রতিবেদনে এসঅ্যান্ডপি গ্লোবাল ইনডেক্স এ কথা জানিয়েছে। গবেষকরা কেন্দ্রীয় কর্তৃপক্ষের ঘোষিত স্থানীয় অবকাঠামোতে বিনিয়োগের সরকারি ঘোষণার সাথে বাস্তব বিনিয়োগের মধ্যে সুবিশাল পার্থক্য খুঁজে পেয়েছেন। এ কারণে ব্যালেন্স শিটে থাকা দেনার চাইতে বাস্তব দেনা কয়েকগুন বেশি হতে পারে। এ পার্থক্য হতে পারে ৪ লাখ ৩৪ হাজার কোটি ডলার থেকে ৫ লাখ ৭৮ হাজার ডলার। এ ঘটনায় দেশটিতে সুবিশাল ঋণ সংকট দেখা দিতে পারে। এছাড়াও প্রতিবেদনটিতে বলা হয়েছে সরকারি দেনা গত বছর ৬০ শতাংশ ছিলো। নিজেদের এলাকায় অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য চীনের স্থানীয় সরকারগুলো বিশাল বিনিয়োগ করছে। রক্ষণশীল চীন এ বিনিয়োগের প্রকৃত চিত্র কখোনই প্রকাশ করে না। এসঅ্যান্ডপি বলছে এ কারণেই বেড়েছে দেনার শঙ্কা। সিএনবিসি

অন্যান্য সংবাদ