শিরোনাম
◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত

প্রকাশিত : ১৮ অক্টোবর, ২০১৮, ০৪:৩০ সকাল
আপডেট : ১৮ অক্টোবর, ২০১৮, ০৪:৩০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেষ বইতে অবশেষে হকিং : ‘ইশ্বর বলে কিছু নেই’

আসিফুজ্জামান পৃথিল : ত্বত্তিয় পদার্থবিজ্ঞানী স্টিফেন হকিং কখনই ইশ্বর নিয়ে নিজের ধারণা পরিষ্কার করেন নি। এ প্রসঙ্গে কথা বলা তিনি হয় এড়িয়ে গিয়েছেন অথবা বলেছেন নিজের দ্বিধার কথা। তবে সর্বশেষ বইতে নিজের ধারণার কথা পরিষ্কার করেছেন প্রয়াত এ বিজ্ঞানী। মঙ্গলবার প্রকাশিত ‘ব্রিফ অ্যান্সার টু দ্য বিগ কোয়েশ্চিন্স’ এ হকিং বলেছেন, ‘ইশ্বর বলে কোন কিছু নেই।’

হকিং এর মৃত্যুর পর তার অপ্রকাশিত বিভিন্ন কাজ একত্রিত করে বইটি প্রকাশ করেছেন তার পরিবারের সদস্য ও বন্ধুরা। হকিং বলেছেন পুরো জীবনে ইশ্বর আছে কি নেই এ প্রশ্নই তাকে সর্বঅধিকবার শুনতে হয়েছে। এই বইতে হকিং আরো বলেছেন, মহাবিশ্বের কোথাও ভিনগ্রহের প্রানী অবশ্যই রয়েছে, কৃত্তিম বুদ্ধিমত্তা মানুষকে বোকা বানাবে এবং টাইম ট্রাভেল অবশ্যই সম্ভব। নিজের লেখাতে হকিং বলেন, ‘ইশ্বর বলে কেউ নেই। কেউ এই মহাবিশ্বকে চালায় না। শতশত বছর ধরে ভাবা হয় আমার মতো শারিরিকভাবে অক্ষম লোকেরা ইশ্বরের অভিশাপের শিকার। আমি মনে করি অন্যভঅবে সবকিছুর ব্যাক্ষা দেওয়া যায়। প্রকৃতির আইনেই সবকিছুর ব্যাক্ষা সম্ভব।’

নিজের জীবনের বড় অংশই হুইলচেয়ারে কাটিয়েছেন হকিং। তার রোগের নাম ‘অ্যামিট্রোফিক ল্যাটারাল স্কেলেরোসিস (এএলএস)। এই ¯œুবিক রোগটি লোউ ঘেরিং রোগ নামেও পরিচিত। এই বইটির কাজ করার সময়েই মারা যান তাত্বিক পদার্থবিদ্যার এ গুরু। পরে তার ব্যাক্তিগত আর্কাইভ ব্যবহার করে তার পরিবার ও বন্ধুরা বইটি সম্পন্ন করেন। সিএনএন

  • সর্বশেষ
  • জনপ্রিয়