Skip to main content

জলবায়ু পরিবর্তনে হুমকির মুখে বিশ্ব ঐতিহ্যের স্থানগুলো

লিহান লিমা: ভবিষ্যতের মতো মানুষের অতীতের অর্জনগুলোর জন্যও হুমকি হয়ে দাঁড়িয়েছে জলবায়ু পরিবর্তন। বুধবার জার্নাল ন্যাচার কমিউনিকেশন এর প্রকাশিত এক গবেষণাপত্রে উঠে আসে, ‘জলবায়ু পরিবর্তনের কারণে ঝুঁকিতে পড়েছে মানবসভ্যতার ইতিহাসের গুরুত্বপূর্ণ স্থানগুলো।’ এর মধ্যে রয়েছে ভূমধ্যসাগরীয় অঞ্চলের বিশ্ব ঐতিহ্যের স্থান-গ্রীকের ইপেসুস, ইস্তাম্বুলের ঐতিহাসিক স্থাপনাও ভেনিসের হ্রদের মত স্থানগুলো। জলবায়ু পরিবর্তনের কারণে এই স্থানগুলো শীঘ্রই পৃথিবী থেকে হারিয়ে যাবে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। গবেষকরা ভূমধসাগরীয় অঞ্চলের ১৫৯টি স্থানের মধ্যে ৪৯টি স্থানকে সবচেয়ে ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করেন। এর মধ্যে ৪৬টি স্থান উপকূলীয় ক্ষয় ও ৪০টি উচ্চ বন্যার ঝুঁকিতে আছে। এর মধ্যে এক-তৃতীয়াংশ স্থানই অবস্থিত চার দেশ, ইতালি, ক্রোয়েশিয়া, গ্রীস ও তিউনেশিয়ায়। গবেষণার প্রধান লেখক লিনা রেইনম্যান বলেন, ‘ আমাদের পূর্বপূরুষরা বিস্ময়কর স্থাপনাগুলো সমুদ্রতীরে নির্মাণ করেছেন। কিন্তু জলবায়ু পরিবর্তনের কারণে এই স্থানগুলোর অস্তিত্ব সংকটে। শীঘ্রই এই ইস্যুতে পদক্ষেপ গ্রহণ করা উচিত। যদি আমাদের এই ঐতিহ্যগুলো ধ্বংস হয়ে যায় তবে এগুলো আর পুনঃনির্মাণ বা পুনঃস্থাপন করা যাবে না। ’ সিএনএন।

অন্যান্য সংবাদ