Skip to main content

যতই উসকানি দেওয়া হোক, বঙ্গবন্ধুরর দেশে সম্প্রীতি নষ্ট হতে দেওয়া হবে না : নাসিম

জিয়াউদ্দিন রাজু : যতই উসকানি দেওয়া হোক, বঙ্গবন্ধুরর দেশে সম্প্রীতি নষ্ট হবে না, নষ্ট হতে দেওয়া হবে না বলে জানিয়েছে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থমন্ত্রী মোহাম্মদ নাসিম। বুধবার রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিউটে সনাতন সমাজ কল্যাণ সংঘ (সসকস) আয়োজিত ‘শারদীয় উৎসব ও সাম্প্রদায়িক সম্পীতি’ শীর্ষক আলোচনায় তিনি এ কথা বলেন। তিনি বলেন , আমাদের দেশে ধর্ম-বণ্রের নামে শাসিত হয়েছে, শোষিত হয়েছে। ১৯৭১ সালে বঙ্গবন্ধু সব ধর্ম-বণ্রের মানুষকে ঐক্যবদ্ধ করেন। জাতির পিতার কারণেই আজ যার যার ধর্ম পালন হচ্ছে। দু’একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সারাদেশে ৩০ হাজার মণ্ডপে পূজা উদযাপন হচ্ছে। নাসিম বলেন, সাম্প্রদায়িক শক্তি এখনো শেষ হয়ে যায়নি, তারা ধর্মের নামে বেশ ধরে আছে। এই অশুভ শক্তির বিরুদ্ধে আমাদের লড়াই চলছে, চলবে। সনাতন সমাজ কল্যাণ সংঘের সভাপতি কৃষিবিদ সমির চন্দ্রের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, জাসদের সহ-সভাপতি শফি উল্লাহ, সনাতন সমাজ কল্যাণ সংঘের সাধারণ সম্পাদক বাবু স্বপন কুমার মজুমদার প্রমুখ।

অন্যান্য সংবাদ