Skip to main content

বোমা বিস্ফোরনের ঘটনায় আটক ২

মাহফুজ নান্টু, কুমিল্লা : কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়ন আওয়ামীলীগ কার্যালয়ের সামনে মঙ্গলবার দিবাগত রাতে বোমা বিস্ফোরণের ঘটনায় দু’ জনকে আটক করা হয়েছে। উদ্ধার করা হয়েছে অবিস্ফোরিত ৫ টি বোমা। পুলিশ জানায়। মঙ্গলবার দিবাগত রাত দেড়টায় বিকট শব্দে বিস্ফোরন ঘটে বলে পুলিশ ঘটনাস্থল থেকে ৫টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে। ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে দু’জনকে আটক করেছে। পুলিশ জানায়, মঙ্গলবার দিবাগত রাতে বুড়িচং থানাধীন দেবপুর ফাঁড়ী পুলিশের নিকট খবর আসে ময়নামতি বাজারে অবস্থিত ইউনিয়ণ আওয়ামীলীগের কার্যালয়ের সামনে বিকট শব্দে বিস্ফোরনের ঘটনা ঘটেছে। এ খবরে দ্রুত ঘটনাস্থলে যান বুড়িচং থানার অফিসার ইনচার্জ আকুল চন্দ্র বিশ্বাস, দেবপুর পুলিশ ফাঁড়ীর ইনচার্জ ইন্সপেক্টর আবু ইউসুফ ফসিউজ্জামান, এস আই শাহীন কাদের, এস আই ইকতার মিয়া। পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাজারের নৈশ্য প্রহরী মোঃ বিল্লাল হোসেনকে জিজ্ঞাসা করলে সে জানায় রাত অনুমান দেড়টায় বিকট শব্দে ইউনিয়ন আওয়ামীলীগ কার্যালয়ের সামনে বিস্ফোরণ ঘটে। সে দৌড়ে ঘটনাস্থলে গেলে দেখতে পায় একদল লোক দৌড়ে পালিয়ে যাচ্ছে। বিস্ফোরনের শব্দে বাজারের আশে-পাশের লোকজন ঘটনাস্থলে আসে। পুলিশ এসময় ঘটনাস্থল থেকে ৫টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে। এ ঘটনায় দেবপুর পুলিশ ফাঁড়ীর এস আই ইকতার মিয়া বাদী হয়ে অজ্ঞাত ব্যাক্তিদের নামে বিস্ফোরক আইনে বুড়িচং থানায় একটি মামলা দায়ের করেছে। ঘটনাপর ফাঁড়ী পুলিশ ময়নামতি ইউনিয়নের সমেষপুর এলাকায় অভিযান চালিয়ে মৃত আবদুর রহিমের ছেলে ওয়ার্ড বিএনপির সেক্রেটারী গাজী শাহ আলম(৪৬), ও একই এলাকার সুন্দর আলীর ছেলে জামায়াত নেতা মোঃ রুহুল আমিন (৪০)’কে আটক করে। বুড়িচং থানা অফিসার ইনচার্জ আকুল চন্দ্র বিশ্বাস জানান, বোমা বিস্ফোরনের ঘটনায় থানায় অজ্ঞাত ব্যক্তিদের নামে মামলা দায়ের করা হয়েছে। বোমা বিস্ফোরনে জড়িত সন্দেহে পুলিশ দু’জনকে আটক করেছে। আটককৃতদের বুধবার কুমিল্লা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।