শিরোনাম
◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ১৮ অক্টোবর, ২০১৮, ০২:১৪ রাত
আপডেট : ১৮ অক্টোবর, ২০১৮, ০২:১৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গণসংযোগের আড়ালে আ.লীগের মনোনয়ন প্রত্যাশীদের শোডাউন

রফিক আহমেদ : সারাদেশের মতো এবার রাজধানী ঢাকায় সংসদীয় আসনগুলোতে গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন সরকারি দল আওয়ামী লীগের নবীন-প্রবীন মনোনয়ন প্রত্যাশীরা। একইসাথে কে কত বড় শোডাউন করতে পারে এ নিয়ে রীতিমতো তুমূল প্রতিযোগিতা শুরু হয়েছে।

সূত্রমতে, দলীয়প্রধান শেখ হাসিনার নির্দেশ তৃণমূলের মনজয় করতে হবে। তাই রাজধানীতে প্রতিদিন কোনো না, কোনো সংসদীয় আসনের বর্তমান এমপি এবং সম্ভ্যাব্য মনোনয়ন প্রত্যাশীরা গণসংযোগের নামে বড় বড় জনসভায় পরিণত করছেন। মূলত তাদের একটাই উদ্দেশ্য দলীয়প্রধান শেখ হাসিনার সুনজরে আসা এবং যেকোনো মূল্যে নৌকার টিকেট নিয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এমপি হওয়া।

গণসংযোগের মাধ্যমে রাজধানীর সম্ভ্যাব্য মনোনয়ন প্রত্যাশীরা এবং বর্তমান এমপিরা এরইমধ্যে সরকারের উন্নয়নচিত্র জনগণের মাঝে তুলে ধরে পাড়া-মহল্লায় ওঠান বৈঠকও করছেন। এতে সারাদেশের মতো রাজধানীর তৃণমূল আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঝে অনেকটাই উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

গত সোমবার সাভার পৌর এলাকা থেকে শুরু করে আশুলিয়ার পাথালিয়া ও ধামসোনা ইউনিয়নে জনসংযোগ করেন ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী যুবলীগের সাংগঠনিক সম্পাদক ফারুক হাসান তুহিন। এ সময় তিনি বলেন, দেশে উন্নয়নের জোয়ার বইছে। স্বল্পোন্নত থেকে মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে বাংলাদেশ। ডিজিটাল বাংলাদেশ এখন স্বপ্ন নয় বাস্তব। তাই উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে নৌকা প্রতীকের বিকল্প নেই। এ সময় উপস্থিত ছিলেন আশুলিয়া থানা যুবলীগের সাবেক সভাপতি তালুকদার মোয়াজ্জেম হোসেন দুলাল, সাবেক সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন খান, সাভার পৌরসভা প্যানেল মেয়র নজরুল ইসলাম মানিক মোল্লাসহ কাউন্সিলর এবং আশুলিয়া থানা মহিলা আওয়ামী লীগের সভাপতি কাকলি ইসলাম সবুজ ও সাধারণ সম্পাদক তাসলিমা আক্তার লিমাসহ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের স্থানীয় নেতারা। ঢাকা-৩ (কেরানীগঞ্জ আংশিক) আসনের আবারো আওয়ামী লীগের মনোনয়ন নির্বাচনী এলাকায় গণসংযোগের পাশাপাশি অসহায়-গরীব মানুষের কল্যাণে কাজ করছেন বর্তমান এমপি নসরুল হামিদ বিপু। আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে ঐতিহ্যবাহী রাজনৈতিক পরিবারের সন্তান হিসেবে এই এলাকায় বর্তমান এমপি নসরুল হামিদ বিপুর ব্যাপক পরিচিতি ও জনপ্রিয়তা রয়েছে। তার বাবা হামিদুর রহমান ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর। স্বাধীনতার আগে আওয়ামী লীগের কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। দেশ স্বাধীন হওয়ার পর প্রথম নির্বাচনে এমপি নির্বাচিত হন হামিদুর রহমান। বিপুর মা হাসনা হামিদও রাজনীতিতে সক্রিয় ছিলেন। বিপু নিজেও তৃণমূল থেকে ওঠে আসা রাজনীতিবিদ। ৭ অক্টোবর বিকেলে রাজধানীর এজিবি কলোনীর ঈদগাহ মাঠে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে নৌকা প্রতিকের বিজয়ের লক্ষ্যে মহানগর দক্ষিণ আওয়ামী যুবলীগের আলোচনা সভা ও গণসংযোগের আয়োজন করেছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী যুবলীগ। এতে প্রধান অতিথি ছিলেন আওয়ামী যুবলীগের চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী যুবলীগের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মো. হারুনুর রশিদ, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম আশরাফ তালুকদার, নুর উর নবী শাওন এমপি, মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, সংগঠনের সহ-সভাপতি মাইন উদ্দিন রানা, সোহরাব হোসেন স্বপন, সারোয়ার হোসেন মনা, আনোয়ার ইকবাল সেন্টু, সাংগঠনিক সম্পাদক মাকসুদুর রহমান, দপ্তর সম্পাদক এমদাদুল হক এমরাদ প্রমুখ।

গতকাল মঙ্গলবারও ঢাকা-৫ নির্বাচনী এলাকায় গণসংযোগ করেছেন হাবিবুর রহমান মোল্লা এমপি। এ সময় তিনি বিভিন্ন জায়গায় লিফলেট বিতরণ করেন। এতে আওয়ামী লীগ সরকারকে আবারও ভোট দিয়ে ক্ষমতায় আনার লক্ষ্যে সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরে বক্তব্য দেন এমপি পুত্র ও ডেমরা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান মোল্লা সজল। সংসদ নির্বাচনে ঢাকা-২ আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক শাহীন আহমেদ প্রতিদিনই গণসংযোগ করেছেন।

গত সোমবার দুপুরে কেরানীগঞ্জের আঁটিবাজার, পুরাতন পাঁচদোনা, গাছগাঁও, দাড়িপাড়া ও কুলচর এলাকায় তিনি গণসংযোগ করেন। এ সময় তিনি বর্তমান সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরে লিফলেট বিতরণ এবং আগামী নির্বাচনে যেন তিনি দলীয় মনোনয়ন পান সে জন্য সবার দোয়া কামনা করেন। গত রোববার সরকারের নানামুখী উন্নয়ন চিত্র সাধারণ জনগণের মাঝে তুলে ধরে বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা ও গণসংযোগ করেন (মিরপুর ১৪ আসন) সংরক্ষিত মহিলা আসনের এমপি সাবিনা আক্তার তুহিন। এ সময় স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের প্রায় ১০ হাজার নেতাকর্মী রং-বেরংয়ের পোশাক পরে বাদ্যযন্ত্র বাজিয়ে প্রায় এক হাজার মোটরসাইকেল ও পিকআপ নিয়ে অংশগ্রহণ করেন। এমপি সাবিনা আক্তার তুহিন বলেন, সারা বিশ্ব আজ প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসায় পঞ্চমুখ। ১০ লাখ রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে তিনি আজ বিশ্ব মানবতার বাতিঘর। তার নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেল। উন্নয়ন, অগ্রগতি ও সমৃদ্ধির এই ধারা অব্যাহত রাখতে হলে শেখ হাসিনার সরকার আবারো দরকার। এই জন্য দলের নেতা কর্মীদের মানুষের ঘরে ঘরে গিয়ে শেখ হাসিনার উন্নয়নের গল্প শোনাতে হবে, মানুষের মন জয় করতে হবে। নৌকার বিজয় নিশ্চিত করতে হবে। পদ্মাসেতুসহ সরকারের উন্নয়ন তুলে ধরে নৌকার লিফলেট বিতরণ করেছেন ওয়ারী থানা আওয়ামী লীগের সভাপতি চৌধুরী আশিকুর রহমান লাভলুর গতকাল বুধবার ধোলাইখাল, গোয়ালঘাট, নবাবপুর চৌরাস্তাসহ বেশ কিছু স্থানে গণসংযোগ করেন। এ সময় গণসংযোগ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ওয়ারী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী আবুল হোসেনসহ স্থানীয় আওয়ামী লীগ-যুবলীগ, সেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়