Skip to main content

তরিকুল ইসলামকে আইসিইউ থেকে এইচডিইউ’তে নেওয়া হয়েছে

শিহাবুল ইসলাম : বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামের শারীরিক অবস্থা আগের চেয়ে উন্নতি হয়েছে বলে জানিয়েছেন তার ছেলে অনিন্দ্য ইসলাম অমিত। এজন্য তাকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র (আইসিইউ) থেকে এইচডিইউ’তে নেওয়া হয়েছে। বাধর্ক্যজনিত কারণে বিএনপির এই নেতাকে গত ১৪ তারিখে রাজধানীর এ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়। ডাক্তারদের বরাত দিয়ে অমিত বলেন, বাবার অবস্থা স্লাইডলি ইম্প্রুভ হচ্ছে, সামান্য উন্নতি হয়েছে। গত রাতে আইসিইউ থেকে হাই ডিপেন্ডেন্সি ইউনিট (এইচডিইউ) তে নেওয়া হয়েছে। এটাও নিবিড় পর্যবেক্ষণ, কিন্তু শারিরীক অবস্থার একটু উন্নতি হওয়ায় এইচডিইউ'তে নেওয়া হয়েছে। তিনি আরও জানিয়েছেন, তরিকুল ইসলাম দীর্ঘদিন ধরে হৃদরোগ, শ্বাসকষ্ট, ডায়াবেটিস ও কিডনি জটলতায় ভুগছিলেন। সম্প্রতি তিনি ফুসফুস ক্যান্সারে আক্রান্ত হয়েছেন।