Skip to main content

ইরাকে ইরানের সর্বোচ্চ রফতানি হবে শীঘ্রই

রাশিদ রিয়াজ: ইরাকে সবচেয়ে বেশি পণ্য রফতানিকারক দেশ হচ্ছে চীন। এখন চীনকে সরিয়ে ওই স্থান পেতে যাচ্ছে ইরান। ইরান-ইরাক জয়েন্ট চেম্বার বলছে বাগদাদে তেহরানের রফতানি গত ৬ মাসে রফতানি বৃদ্ধি পেয়েছে ৫৬ শতাংশ। এবং রফতানির এ ধারা অব্যাহত থাকলে খুব শীঘ্রই ইরাক হবে ইরানের পয়লা রফতানির দেশ। ইরান-ইরাক জয়েন্ট চেম্বারের মহাসচিব সাইয়েদ হামিদ হোসেইনি বলেন, যেভাবে রফতানি বাড়ছে ইরাকে তাতে ইরানের জন্যে পয়লা রফতানির দেশ হয়ে উঠছে ইরাক। সীমান্ত বাজার সুবিধা, অভিন্ন সংস্কৃতি ইরাকে ইরানের বাণিজ্য সম্প্রসারণে বাড়তি সুবিধা রয়েছে। গত ৬ মাসে ইরাকে ইরানের রফতানির অর্থমূল্য দাঁড়িয়েছে সাড়ে ৪ বিলিয়ন মার্কিন ডলার। একই সময় ইরাকে চীনের রফতানি হয়েছে ৪.৬ বিলিয়ন ডলার। অর্থাৎ ইরাকে চীনের রফতানির চেয়ে ইরান ১’শ মিলিয়ন ডলার পিছিয়ে আছে। মেহের

অন্যান্য সংবাদ