শিরোনাম
◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা ◈ যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত

প্রকাশিত : ১৮ অক্টোবর, ২০১৮, ০১:৩৯ রাত
আপডেট : ১৮ অক্টোবর, ২০১৮, ০১:৩৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অশুভ শক্তিকে বিনাশ করে বিজয় নিশ্চিত করতে চায় প্রধান দুই দল

শিমুল মাহমুদ : নির্বাচনকে সামনে রেখে সারা দেশে চলছে বাঙালি হিন্দু সম্প্রদায়ের প্রধান পূজা ও ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। অন্যান্য বছরের তুলনায় এবছরে পূজায় রয়েছে কিছুটা ভিন্নতা, আলোকসজ্জা আর ঢাকের বাদ্যে মুখরিত মণ্ডপ গুলোতে নতুন করে যোগ হয়েছে নির্বাচনী আমেজ। রাজনৈতিক নেতাকর্মীরা মন্দির পরিদর্শনের পাশাপাশি চলছে নির্বাচনী প্রচারণা।

মঙ্গলবার রাতে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে শারদীয় দূর্গা উৎসব উপলক্ষ্যে ভক্তদের সঙ্গে বিএনপির শুভেচ্ছা বিনিময় শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বাংলাদেশের সাম্প্রদায়িক সম্পৃত্তি একটি বৈশিষ্ট্য হলো একি বৃত্তে দুটি ফুলের মতো হিন্দু মুসলমান।

তিনি বলেন, আজকের এই তাৎপর্যপুর্ন দিনে আমাদের সকলের প্রার্থনা বাংলাদেশ থেকে অন্যায়,অত্যাচার, নির্যাতন চলে যাক। অশুভ শক্তি যতই শক্তিশালী হোক আমাদের পরাজিত করে আমরা অন্ধকার থেকে আলোর পথে যেতে চাই। আমরা মুক্ত বাংলাদেশ দেখতে চাই। আমারা সমৃদ্ধ সম্মিলিত একটা বাংলাদেশ দেখতে চাই।

তিনি আরো বলেন, ফখরুল বলেন, আমরা সব সময় আমাদের প্রচেষ্টা অব্যাহত রেখেছি আমাদের সাম্প্রদায়িক এই সম্পৃত্তিকে অক্ষুণ্ণ রাখতে। আমরা সবাই জানি দেবী দূর্গার আগমন অশুরীও শক্তি থেকে মাত করবার জন্য। অন্যায়,অত্যাচার, নির্যাতন, নিপীড়নের বিরুদ্ধে এই উপাসনা।

সব সময় সত্যের পক্ষে অসত্যের বিরুদ্ধে, ন্যায়ের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে এবং সকল নির্যাতন নিপীড়নের বিরুদ্ধে দেবী দূর্গার আগমন এই সময়ে হয়ে থাকে।

এর আগে ঢাকেশ্বরী মন্দিরে ১৪ দলের শুভেচ্ছা বিনিময় করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম ও সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন।

আওয়ামী লীগের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেন, আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অশুভ শক্তিকে বিনাশ করে আমরা বিজয়ী হবোই।

রাজধানীতে কেন্দ্রীয় পূজা উৎসব ঢাকেশ্বরী জাতীয় মন্দির ঘুরে দেখা যায়। ভক্তিমূলক সঙ্গীতানুষ্ঠান, অঞ্জলি, প্রসাদ বিতরণ ও ভোগ-আরতি, দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি আয়োজন করা হয়। এছাড়া আলোকসজ্জার ও ঢাকের বাদ্যে মুখরিত হয়ে উঠে পূজামণ্ডপ।

পাঁচ দিনের উৎসবের ২য় দিনে মণ্ডপে মণ্ডপে হয় দেবীর অধিষ্ঠান। মন্ত্রপাঠ ও আরাধনায় আমন্ত্রণ জানানো হয় দেবীকে। শিষ্টের পালন ও দুষ্টের দমন উল্লেখ করে সপ্তমীর প্রতিপাদ্য তুলে ধরেন মন্দিরের প্রধান পুরোহিত।

ঢাকেশ্বরী মন্দিরের পুরোহিত জানান, শাস্ত্রমতে জগতের মঙ্গল কামনায় এবার দেবীর আগমন ঘটছে ঘোড়ায় চড়ে, বিদায় নেবেন দোলায় চড়ে। শ্বশুরবাড়ি কৈলাস থেকে কন্যারূপে তিনি বাপের বাড়ি বেড়াতে মর্ত্যলোকে এসেছেন। সঙ্গে আসছেন ৪ সন্তান বিদ্যার দেবী সরস্বতী, ঐশ্বর্যের দেবী লক্ষ্মী, সিদ্ধিদাতা গণেশ এবং পৌরুষের প্রতীক কার্তিক।

এ উৎসবকে ঘিরে পূজামণ্ডপের নিরাপত্তায় পুলিশ, আনসার, র‌্যাব, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্য সদস্যরা দায়িত্ব পালন করছেন। এছাড়া মণ্ডপে মণ্ডপে স্বেচ্ছাসেবক বাহিনী দায়িত্ব পালন করছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়