Skip to main content

তাসকিনের প্রথম পাঁচের দিনে ঝলমলে সৌম্য

নিজস্ব প্রতিবেদক : চোটের কারণে অনেক দিনই জাতীয় দলের বাইরে পেসার তাসকিন আহমেদ। চোট থেকে ফিরেই গিয়েছিলেন সংযুক্ত আরব আমিরাতে। আফগানিস্তান প্রিমিয়ার লিগ খেলতে গিয়েও ফিরে আসেন পারিবারিক কারণ। আর জাতীয় ক্রিকেট লিগ দিয়ে শুরু করলেন মাঠে নামা। মাঠে নেমে বল হাতে ঝরিয়েছেন আগুন! প্রথম শ্রেণির ক্রিকেটে প্রথমবারের মতো পাঁচ উইকেট পাওয়ার কীর্তি গড়েছেন। জাতীয় দলের বাইরে থাকা এ পেসারের তোপের দিনে বগুড়ায় নিজের ১৩তম প্রথম শ্রেণির শতক তুলে নিয়েছেন তাসামুল হক। টায়ার-২তে তৃতীয় রাউন্ডের তৃতীয় দিনে বগুড়ায় সুবিধাজনক অবস্থানে তাসকিনের দল ঢাকা মেট্টো। আগের দিনের ১৮৭ রানের সংগ্রহকে ২৩৪ রানে নিয়ে থেমেছে চট্টগ্রাম। তাসামুলের শতক না হলে সেটাও হত না। অন্যপ্রান্তে যখন সতীর্থদের আসা যাওয়ার মিছিল, একপ্রান্ত সামলে রেখে সেঞ্চুরি তুলে দলকে সম্মানজনক অবস্থানে রেখেছেন তাসামুল। তাসকিনের চতুর্থ শিকার হওয়ার আগে করেছেন ১১৬ রান। আগের দিন ৩ উইকেট ছিল। তাসামুলের পর সাখাওয়াত হোসেনকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের প্রথম পাঁচ উইকেট শিকার করেন তাসকিন। সঙ্গে আরাফাত সানি ও শহীদুল ইসলামের ঝুলিতে গেছে ২টি করে উইকেট। ৫১ রানের লিডকে ২৪২ পর্যন্ত টেনে নিয়ে ৬ উইকেটে ১৯১ রানে দিন শেষ করেছে ঢাকা মেট্টো। এবারের জাতীয় লিগের প্রথম ম্যাচে দুই শতক হাঁকানো মেট্টোর ওপেনার সাদমান ইসলাম দ্বিতীয় ইনিংসে করেছেন ৬২ রান। এ ম্যাচেও দিনের সফল একজন বোলার। তাসকিনের মতো প্রথম শ্রেণির ক্রিকেটে প্রথমবার পাঁচ উইকেট শিকার করেছেন স্পিনার নাঈম ইসলাম জুনিয়র। টায়ার-২য়ের আরেক ম্যাচে প্রথম দুইদিন বৃষ্টিতে ভেসে যাওয়ার পর তৃতীয় দিনে আলোর মুখ দেখেছে কক্সবাজারের ঢাকা-সিলেটের ম্যাচ। দিন শেষে অপরাজিত দুই ব্যাটসম্যান জাকির হাসান ও রাজিন সালেহের ৮৪ এবং ৬৪ রানের ইনিংসে ২ উইকেটে ২২৯ রানের সংগ্রহ পেয়েছে সিলেট।