শিরোনাম
◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে

প্রকাশিত : ১৮ অক্টোবর, ২০১৮, ১২:২১ দুপুর
আপডেট : ১৮ অক্টোবর, ২০১৮, ১২:২১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাগুরায় বিএনপি’র ৩ দিনব্যাপী কর্মশালা

রক্সী খান, মাগুরা প্রতিনিধি : ‘নারীর জয়ে-সবার জয়’ স্থানীয় সমস্যা চিন্থিত ও সমাধানে করনীয় শীর্ষক বিএনপি’র ৩ দিনব্যাপী কর্মশালা ও আলোচনা সভা মাগুরায় অনুষ্টিত হয়েছে।

বুধবার মাগুরা শহরের বৈঠকখানা চাইনিচ রেষ্টুরেন্ট মিলনায়তনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ ত্রান ও পুনর্বাসন সম্পাদক ও মাগুরা জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি সাবেক মহিলা সংসদ সদস্য এড: নেওয়াজ হালিমা আরলী’র আয়োজনে ও সভাপতিত্বে সোমবার থেকে বুধবার পর্যন্ত ৩ দিনব্যাপী স্থানীয় বিএনপি নেতাকর্মীদের অংশ গ্রহনে কর্মশালা এবং গোল টেবিল আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।

কর্মশালা ও আলোচনা সভায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শ্রীপুর উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বদরুল আলম হিরো, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এড: তানজিরা রহমান, শ্রীপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নারগিস সুলতানা ও স্বেচাসেবী সংগঠন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের খুলনা বিভাগীয় কো-অর্ডিনেটর আসমা আকতার।

বক্তারা, দেশে রাজনৈতিক হামলা, মামলা বন্ধ করে নিরদলীয় নিরপেক্ষ সরকারের অধিনে সুষ্ট নির্বাচনের মাধ্যমে গনতন্ত্র ফিরিয়ে এনে উন্নয়ন ও সু-শাসন প্রতিষ্টিত করার উপর জোর দেন। গোল টেবিল আলোচনা সভায় রাজনীতি বীদ ছাড়াও জনপ্রতিনিধি, আইনজীবি, সাংবাদিক, শিক্ষক, ব্যাবসায়ী ও নারী প্রতিনিধিসহ ৩৭ জন অংশ গ্রহন করেন।

গ্রুপ পর্বের লিখিত প্রস্থাবনায় মাগুরার স্থানীয় প্রধান সমস্যার মধ্যে বিশেষায়িত চিকিৎসা ও স্বাস্থ্য সেবা বঞ্চিত, মাদকের দৌরাত্ব, বেকারত্ব, সড়ক ভোগান্তি, কৃষি পন্য উৎপাদন ও বিপননসহ নানা সমস্যা ও সমাধানের বিভিন্ন দিক উঠে এসেছে।

স্বেচাসেবী সংগঠন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সার্বিক ব্যবস্থাপনা এবং ইউএসআইডি, ইউকে আইডি, নারীর জয় সবার জয় ও শান্তিতে বিজয় এর অর্থায়নে জাতীয়তাবাদী দল বিএনপি’র তৃনমূল নেতাকর্মীদের প্রশিক্ষন ও আগামী নির্বাচনে স্থানীয় সমস্যা ও সমাধানে করনীয় প্রস্তাব তৈরি করা দেশব্যাপী প্রকল্পের অংশ হিসাবে মাগুরায় এ আয়োজন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়